Use Of There
Introduction : দৈনন্দিন জীবনে তথা বিভিন্ন গুরুত্বপূর্ণ ভাব প্রকাশের ক্ষেত্রে আমরা এমন কিছু বাক্য অহরহ ব্যবহার করি, সেগুলোকে ইংরেজিতে অনুবাদ করতে হলে বাক্যের প্রথমেই There শব্দটি কে ব্যবহার করতে হয়। তাছাড়াও There এর অন্যান্য ব্যযবহা রয়েছে যা কোনো অংশে কম গুরুত্বপূর্ণ নয়। অভিজ্ঞতায় দেখা গেছে শিক্ষার্থীরা সাধারণত কিছু কিছু বাক্যে There এর সঠিক ব্যবহার করে থাকে কিন্তু একজন শিক্ষক হিসেবে আমি দেখেছি যে কোথায় কোন ক্ষেত্রে কিভাবে There কে সঠিকভাবে ব্যবহার করতে হবে তা প্রায় শতকরা 90 ভাগ শিক্ষার্থী ভালোভাবে বোঝেনা । এর একটি বড় কারণ আমি মনে করি । আসলে কি এটি শেখাবার বা শিখবার একমাত্র কৌশল? আমার মনেে রর মোটেই নয়। অত্যান্ত স্পষ্টভাবে ছাত্র-ছাত্রীদের কে বোঝানো যায় কোন কোন ক্ষেত্রে THERE ব্যবহৃত হবে আর এই post এ শিক্ষকদের এক চমৎকার কৌশল বা উপহার দেওয়ার চেষ্টা করব।
Types Of There :
There কে তিন ভাবে ভাগ করা হয়
১. Introductory there
২. Expletive there
৩. Adverb there
এগুলোর মধ্যে প্রথম ব্যবহারটি অত্যন্ত দরকারি এবং মজার ।এটি নিয়েই শিক্ষার্থীদের অনেক হিমশিম খেতে দেখা যায়। তাহলে এবার একে একে ব্যবহার গুলো সম্বন্ধে বিস্তারিত জানব
1. Introductory 'There'
Rahidul lives in this village.(রহিদুল এই গ্রামে থাকে)।
There are tigers in this jungle.(এই বনে বাঘ থাকে)।
There was a mistake in this letter.(এই চিঠিতে একটি ভুল ছিল)।
একটি জিনিস কি লক্ষ্য করেছো? প্রতিটি বাক্যের ক্রিয়া হলো থাকা ।
থাকা ভার্বের বিভিন্ন কেউ থাকতে পারে থাকা কথার অর্থ হল অস্তিত্ব থাকা ।কোন স্থানে অবস্থিত থাকা।
যেমন:
sentence কাকে বলে ও কত প্রকার কি কি?
রহিম এই গ্রামে থাকে ।
এই শহরের একটি জাদুঘর আছে।
সেখানে একটি সভা হবে।
এই পানিতে জীবাণু থাকতে পারে।
এই পুকুরে মাছ নেই।
তুমি যত ভালোভাবে লেখ না কেন রচনাটিতে ভুল থাকবে
এবার তাহলে দেখো verb টির কতরকম অর্থ বোঝার ক্ষমতা আছে।
নিয়ম ঃ
voice কাকে বলে ও কত প্রকার কি কি?
থাকা = বাস করা হলে সেক্ষেত্রে ইংরেজি verbটি হবে live.কিন্তু থাকা = অস্তিত্ব থাকা এবং অবস্তিত/স্তাপিত থাকা অর্থে introductory 'there' ব্যবহার করতে হবে।
এবার তাহলে বাক্যগুলোর ইংরেজি অনুবাদ দেখঃ
১. Rahim lives in the villege.( there-- হবে না)
২. There is a Museum in the city.
৩. There was no person there.
৪. There was a king in a country.
৫. There will be meeting here.
৬. However well you write, there will be mistakes in the essay.
৭. There should be a good school in this town.
৮. There may be germs in this water.
৯. There is no fish in the pond.
১০. There is lot of balls in the field.
2. Expletive There
Expletive মানে হল interjection. Part of speech অধ্যায়ে আমরা আগে পড়েছি যদি মনে না থাকে তাহলে একবার পড়ে নাও, interjection হল সেই সব word যা মনের কোন আক্সমিক আবেগ প্রকাশ করতে ব্যবহার হয়। যেমন ঃ
Alas! He is dead.( হায়! সে মারা গেছে)
এখানে alas! হল interjection. There কখনোও
কখনোও sentence এর প্রথমে stress বা জোর দেওয়ার জন্য exclamatory কায়দায় interjection এর মত ব্যবহার হয়। তখন তাকে বলে expletive there.
Example :
There goes the thief ! (ঐ যে চোরটি যায়।)
There comes the cow( ঐ যে গাভিটি আসছে)
There! you are wrong
There! you know everything I see!.
3. Adverb There
Adverb অধ্যায়ে তোমরা জেনেছ adverb কাকে বলে, কিভাবে adverb চেনা যায়। অনেকভাবেই adverb চেনা যেতে পারে, তবে সাধারণত নিম্নলিখিত তিনটি প্রশ্নের মাধ্যমে অধিকাংশ adverb চেনা যায়:
Where? কোথায়?
When?কখন?
How? কেমন করে? কিভাবে?
এর যেকোনো একটি প্রশ্নের যে word থেকে পাওয়া যায় তা হল adverb.
এখন নিচের বাক্যটি পড়ো
I went there.(আমি সেখানে গেলাম।)
প্রশ্ন করা হলো আমি 'কোথায় 'গেলাম? উত্তর পাওয়া গেল 'সেখানে ' বা there.
সুতরাং, there হল এই বাক্যে একটি adverb. There এর এই ব্যাপারটি খুব সহজ
There will be a meeting there( সেখানে একটি সভা হবে)
এখানে প্রথম thereটি হল introductory there এবং পরবর্তী thereটি হল adverb there.
Thanks for read.
মন্তব্যসমূহ