সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

How to use of "There"

Use Of There

 Introduction : দৈনন্দিন জীবনে তথা  বিভিন্ন  গুরুত্বপূর্ণ ভাব প্রকাশের ক্ষেত্রে আমরা এমন কিছু বাক্য অহরহ ব্যবহার করি, সেগুলোকে ইংরেজিতে অনুবাদ করতে হলে বাক্যের প্রথমেই There শব্দটি কে ব্যবহার করতে হয়। তাছাড়াও There এর অন্যান্য ব্যযবহা রয়েছে যা কোনো অংশে কম গুরুত্বপূর্ণ নয়। অভিজ্ঞতায় দেখা গেছে শিক্ষার্থীরা সাধারণত কিছু কিছু বাক্যে There  এর সঠিক ব্যবহার করে থাকে কিন্তু  একজন শিক্ষক হিসেবে আমি দেখেছি যে কোথায় কোন ক্ষেত্রে কিভাবে There  কে সঠিকভাবে ব্যবহার করতে হবে তা প্রায় শতকরা 90 ভাগ শিক্ষার্থী ভালোভাবে বোঝেনা । এর একটি বড় কারণ আমি মনে করি । আসলে কি এটি শেখাবার বা শিখবার একমাত্র কৌশল? আমার মনেে রর মোটেই নয়। অত্যান্ত স্পষ্টভাবে ছাত্র-ছাত্রীদের কে বোঝানো যায় কোন কোন ক্ষেত্রে THERE ব্যবহৃত হবে  আর এই post এ শিক্ষকদের এক চমৎকার কৌশল বা উপহার দেওয়ার চেষ্টা করব।



social-english-

Types Of There :

There কে তিন ভাবে ভাগ করা হয়

১. Introductory there

২. Expletive there

৩. Adverb there

এগুলোর মধ্যে প্রথম ব্যবহারটি অত্যন্ত দরকারি এবং মজার ।এটি নিয়েই শিক্ষার্থীদের অনেক হিমশিম খেতে দেখা যায়। তাহলে এবার একে একে ব্যবহার গুলো সম্বন্ধে বিস্তারিত জানব 

নাম্বার কি ও কত প্রকার কি কি

1. Introductory 'There' 

Rahidul lives in this village.(রহিদুল এই গ্রামে থাকে)।

There are tigers in this jungle.(এই বনে বাঘ থাকে)।

There was a mistake in this letter.(এই চিঠিতে একটি ভুল ছিল)।

একটি জিনিস কি লক্ষ্য করেছো? প্রতিটি বাক্যের ক্রিয়া হলো থাকা ।

থাকা ভার্বের বিভিন্ন কেউ থাকতে পারে থাকা কথার অর্থ হল অস্তিত্ব থাকা ।কোন স্থানে অবস্থিত থাকা। 

যেমন:

sentence কাকে বলে ও কত প্রকার কি কি?

 রহিম এই গ্রামে থাকে ।

এই শহরের একটি জাদুঘর আছে।

 সেখানে একটি সভা হবে।

 এই পানিতে জীবাণু থাকতে পারে।

 এই পুকুরে মাছ নেই।

 তুমি যত ভালোভাবে লেখ না কেন রচনাটিতে ভুল থাকবে 

এবার তাহলে দেখো verb টির কতরকম অর্থ  বোঝার ক্ষমতা আছে। 

নিয়ম ঃ

voice কাকে বলে ও কত প্রকার কি কি?

থাকা = বাস করা হলে সেক্ষেত্রে  ইংরেজি verbটি হবে live.কিন্তু থাকা = অস্তিত্ব থাকা এবং অবস্তিত/স্তাপিত থাকা অর্থে introductory 'there' ব্যবহার করতে হবে। 

এবার তাহলে বাক্যগুলোর ইংরেজি অনুবাদ দেখঃ

১. Rahim lives in the villege.( there-- হবে না)

২. There  is a Museum in the city.

৩.  There was no person there.

৪. There was a king in a country. 

৫. There will be meeting  here.

৬. However well you write, there will be mistakes in the essay. 

৭. There should be a good school in this town.

৮. There may be germs in this water.

৯. There is no fish in the pond.

১০. There is lot of balls in the field.


2. Expletive There

Expletive মানে হল interjection. Part of speech অধ্যায়ে আমরা আগে পড়েছি যদি মনে না থাকে তাহলে একবার পড়ে নাও, interjection হল সেই সব word যা মনের কোন আক্সমিক আবেগ প্রকাশ করতে ব্যবহার হয়। যেমন ঃ 

Alas! He is dead.( হায়! সে মারা গেছে) 

এখানে  alas! হল interjection. There কখনোও

কখনোও sentence এর প্রথমে stress বা জোর দেওয়ার জন্য exclamatory কায়দায় interjection এর মত ব্যবহার হয়। তখন তাকে বলে expletive there.

how to learn wh-question

Example :

There goes the thief ! (ঐ যে চোরটি যায়।)

There comes the cow( ঐ যে গাভিটি আসছে)

There! you are wrong

There!  you know everything I see!.


3. Adverb There

Adverb অধ্যায়ে তোমরা জেনেছ adverb কাকে বলে, কিভাবে  adverb চেনা যায়।  অনেকভাবেই adverb চেনা যেতে পারে, তবে সাধারণত নিম্নলিখিত তিনটি প্রশ্নের মাধ্যমে অধিকাংশ adverb চেনা যায়:

Where? কোথায়? 

When?কখন?

How? কেমন করে? কিভাবে?

 এর যেকোনো একটি প্রশ্নের যে word থেকে পাওয়া যায় তা হল adverb.

 এখন নিচের বাক্যটি পড়ো 

I went there.(আমি সেখানে গেলাম।)

 প্রশ্ন করা হলো আমি 'কোথায় 'গেলাম? উত্তর পাওয়া গেল 'সেখানে ' বা there.

সুতরাং, there হল এই বাক্যে একটি adverb. There এর এই ব্যাপারটি খুব সহজ

There will be a meeting there( সেখানে একটি সভা হবে)

 এখানে প্রথম thereটি হল introductory there এবং পরবর্তী thereটি হল adverb there. 

Thanks for read.


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

sentence কাকে বলে?কত প্রকার ও কী কী?বিস্তারিত আলোচনা কর?

                   THE SENTENCE 01 . SENTENCE কাকে বলে ?  উ: যে শব্দ গুচ্ছ মনের ভাব বা ধারনা সম্পূর্ণরুপে প্রকাশ করে তা কে SENTENCE বলে । 02. SENTENCE কত প্রকার ও কি কি? উ: অর্থভেদে sentence ৫ প্রকার । 1. Assertive sentence (বিবৃতিমূলক)। 2. Interrogative sentence (প্রশ্নবোধক)। 3. Imperative sentenceর্ (অনুঙ্গা বাচক)। 4. Optative sentence (প্রার্থনামূলক)। 5. Exclamatory sentence (বিস্ময়সূচক )। Structure: What Is It 01.Assertive sentence : যে sentence দ্বারা কোন বিবৃতি প্রদান করা হয় তাকে Assertive sentence বলে । ১০০ টাকায় টিমার Assertive sentence ২ প্রকার : i  Affirmative sentence :  sub.+verb+Object +place +time +ext. She is well today ii. Negative sentence :  sub.+a/v ( auxiliary verb)+not+verb + place+ time+ others. She is not well today 02.Interrogative sentence : যে sentence দ্বারা কোন প্রশ্ন করা হয় । Question word+auxiliary verb+sub+principal verb +Ext.+? Where did he live ? ...

Voice কাকে বলে ? Voice কত প্রকার ও কি কি ?

Voice কাকে বলে ? Voice কত প্রকার ও কি কি ? Voice এর সংজ্ঞা :   Voice  অর্থ বাচ্য , ক্রিয়া প্রকাশের ভঙ্গিমাকেই  Voice  বা বাচ্য বলে । নিচের বাক্য দুটি পড়  I eat a mango ( আমি একটি আম খাই) । A mango is eaten by me (আমার দ্বারা একটা  আম খাওয়া হয়)। প্রথম বাক্যে   subject হল I  2য় বাক্যে subject হল    A mango  প্রথম বাক্যে objects হল a mango 2য় বাক্যে objects হল me ( I এর objective case). প্রথম বাক্যে verb 'eat' হল active(সক্রিয়) এখানে করতা নিজেই কাজ করছে। ২য় বাক্যে verb 'is eaten' হল নিস্ক্রিয় (করতার উপরে চাপানো হরছে) এবার বুঝতে পারছ বাক্য দুটির গঠনগত পাথক্য?  কিন্তু এদের উভয় বাক্যের বক্তব্য একই।প্রধান ব্যাপার হলো verb ১ম বাক্যে eat মানে খাই, ২য় বাক্যে is eaten মানে 'খাওয়া হয়'-সরাসরি বলা হরছে না যেন নিস্ক্রিয় ভাবে ঝিমিয়ে ঝিমিয়ে বলা হচ্ছে। প্রথম verb টি ( eat-খাই) দেখলেই যে করতার (I)প্রভাব চোখে/কানে এসে লাগে , ২য় বাক্যের verb (is eaten-খাওয়া হয়)টি দেখলে তার করতার কথা মনে পড়ে না। verb এর দুই প্রকার রুপকে...

Gerund কাকে বলে?

Gerund কাকে বলে? কিভাবে চেনা যায়? এবং এর ব্যবহার।  বাক্যে যে Verb এর শেষে ing যুক্ত হয়ে যে Verb একই সাথে Verb ও Noun-এর কাজ করে থাকে তাকেই gerund বলে । অন্যভাবে বলা যায়, ing যুক্ত যে Verb Noun এর কাজ করে তাকে Gerund বলে।  যেমন :  walking, swimming, running, reading...etc 1. Walking is a good exercise. 2. Swimming is a good exercise. এখানে Walking এবং Swimming একই সাথে যেমন কাজ করা (Verb) বোঝাচ্ছে তেমনি একটা exercise এর নামও Noun বোঝাচ্ছে। সুতরাং Walking, Swimming হলো Gerund। Gerund -কে চেনার সহজ উপায়: সাধারণত বাক্যকে কী, কাকে দ্বারা প্রশ্ন করলে যদি কোনাে ing যুক্ত Verb উত্তর দেয় তাহলে সেটি Gerund হবে। উল্লেখ্য যে, Gerund সাধারণত বাক্যের Subject অথবা Object হয়। Gerund কোনাে বাক্যে Subject কিংবা Object হিসেবেও ব্যবহৃত হতে পারে। যেমন - Swimming is a good exercise. (সাঁতার একটি ভালাে ব্যায়াম।) ব্যাখ্যা:   এখানে বাক্যের Subject হিসেবে 'is' Verb এর আগে 'Swimming' বসেছে। এখানে যদি বাক্যকে প্রশ্ন করা হয়, কী একটি ভালাে ব্যায়াম?' তখন উত্তর দিবে- 'সাঁতার' অর্থাৎ, ...