What is Number? | নাম্বার কাকে বলে?
Number শব্দটি তোমরা সবসময় ব্যবহার করে থাকো ।
24grammar |
যেমন :
(১)এক নম্বর ,
(২)দুই নম্বর,
(৩)তিন নম্বর ,
এই বাংলা নম্বর আর ইংরেজি নাম্বার(Number) মূলত একই ।নাম্বার মানেই কোন সংখ্যা বা কোন কিছুর সংখ্যা ।গ্রামার এ যেকোনো ব্যক্তি বস্তু বা প্রাণীর সংখ্যাকে নাম্বার বলে, বাংলায় একে বলে বচন ও বলে থাকে।
Example
(Boy) বয় মানে বালক ।
স্বাভাবিকভাবে boy বলতে আমরা একটি বালক কে বুঝি কিন্তু যদি boy এর সঙ্গে একটি এস (S)যুক্ত করে দিই তাহলে word টির সংখ্যা প্রকাশ করার ক্ষমতা এসে যায়। boys মানে হয়ে যায় বালকেরা অর্থাৎ বহু সংখ্যক বালক। এই ক্ষেত্রে একটি জিনিস মনে রাখতে হবে তাহলো নাম্বার শুধুমাত্র নাউন ( noun) ও Pronoun হতে পারে অন্য কোন পার্টস অফ স্পিচ ( part of speech) এর নাম্বার(number) হয়না।
TYPES OF NUMBER
ইংরেজিতে নাম্বার( Number) দুই প্রকার,যথা-
১. Singular Number ( একবচন) ও
২. Plural Number (বহুবচন)।
১. Singular Number
যে noun দিয়ে একটি মাত্র ব্যক্তি, বস্তু, স্তান,ধারণা ইত্যাদি বোঝায় তাকে বলে Singular Number।
Example : Rahidul,Kolkata,Pen, Sun ইত্যাদি।
২. Plural Number
যে noun দিয়ে দুই বা ততোধিক ব্যক্তি, বস্তু, স্তান, কাজ ইত্যাদি বোঝায় তাকে বলে plural Number।
Example : Boys,pens,stars,balls ইত্যাদি।
Formation of plural number
singular number বা noun কে plural number বা noun কে পরিনত করার জন্য আমরা সাধারণত singular noun এর সাথে S/es যুক্ত করি।
প্রথমে 'S' যোগ দেখি
Singular Plural
Ant Ants
Boy Boys
Toy Toys
এইবারে 'Es' যোগ দেখি।
যে noun এর শেষে s, ss, sh, ch, x বা z থাকলে es যোগ হয়।
যেমন
Ass Asses
Bus busses
Loss losses
Bush(ঝোপঝাড়) bushes
Bench benches
Box boxes
Fez(টুপি) fezes
Rule no-3
Noun এর শেষে fe থাকলে তাকে plural করার সময় f বা fe উঠিয়ে ves বসাতে হয়,
যেমন ঃ
Calf calves
Half halves
Knife knives
Wife wives
Leaf leaves
Rule no-4
Noun এর শেষে ief, off, oof,ulf, rife, arf, iff, urf, afe ইত্যাদি থাকলে থাকলে শুধু s যোগ হয়।যেমন ঃ
singular plural
Chief Chiefs
Grief griefs
Scoff (উপহাস) scoffs
Hoof hoofs
Roof roofs
Proof proofs
Gulf gulfs
Rule no-5
Noun এর শেষে y থাকলে এবং তার আগে consonant থাকলে তাকে plural করতে হলে y এর জায়গায় i এবং তারপর es যোগ হয়।যেমন ঃ
Army Armies
Baby babies
City cities
Fly flies
Spy spies
Lady ladies
Duty duties
Pony ponies
Rule no-6
Noun এর শেষে o থাকলে এবং o এর আগে consonant থাকলে তাকে plural করতে হলে তার সাথে es যোগ করতে হয়।
buffalo buffaloes.
Cargo cargoes.
Echo echoes
Hero heroes
Mango mangoes
Nero neroes
Tornado tornadoes
উপরের প্রতিটি noun এর শেষে o ছিল এবং তার ঠিক আগের অখরটি ছিল consonant কিন্তু o এর আগে consonant না থেকে যদি vowel থাকত তাহলে নাউন এর শেষে শুধু s যোগ হত।যেমন ঃ
bamboo bamboos
Cuckoo cuckoos
Foilo foilos
Studio Studios
Curio curios
Rule no-7
কিছু কিছু নাউন আছে যাদেরকে plural এ পরিনত করার সমায় তাদের শেষে en বা ne যোগ করতে হয়।যেমন ঃ
ox oxen
Child children
Cow kine(or cows)
Rul no-8
চম্পউন্দ word এর শেষে ful থাকলে শব্দের শেষে S যোগ করে plural করতে হয়।
handful handfuls
Spoonful spoonfuls
Mouthful mouthfuls
Beautiful beautifuls
Basketful basketfuls
এছাড়াও আরও অনেক নিয়ম আছে ধিরে ধিরে আপডেট করা হবে।
মন্তব্যসমূহ