Voice কাকে বলে ? Voice কত প্রকার ও কি কি ?
Voice এর সংজ্ঞা : Voice অর্থ বাচ্য , ক্রিয়া প্রকাশের ভঙ্গিমাকেই Voice বা বাচ্য বলে ।
নিচের বাক্য দুটি পড়
I eat a mango ( আমি একটি আম খাই) ।
A mango is eaten by me (আমার দ্বারা একটা আম খাওয়া হয়)।
প্রথম বাক্যে subject হল I
2য় বাক্যে subject হল A mango
প্রথম বাক্যে objects হল a mango
2য় বাক্যে objects হল me ( I এর objective case).
প্রথম বাক্যে verb 'eat' হল active(সক্রিয়) এখানে করতা নিজেই কাজ করছে।
২য় বাক্যে verb 'is eaten' হল নিস্ক্রিয় (করতার উপরে চাপানো হরছে)
এবার বুঝতে পারছ বাক্য দুটির গঠনগত পাথক্য?
কিন্তু এদের উভয় বাক্যের বক্তব্য একই।প্রধান ব্যাপার হলো verb ১ম বাক্যে eat মানে খাই, ২য় বাক্যে is eaten মানে 'খাওয়া হয়'-সরাসরি বলা হরছে না যেন নিস্ক্রিয় ভাবে ঝিমিয়ে ঝিমিয়ে বলা হচ্ছে। প্রথম verb টি ( eat-খাই) দেখলেই যে করতার (I)প্রভাব চোখে/কানে এসে লাগে , ২য় বাক্যের verb (is eaten-খাওয়া হয়)টি দেখলে তার করতার কথা মনে পড়ে না। verb এর দুই প্রকার রুপকে বলে voice বা বাচ্য।
Voice এর প্রকারভেদ:
Voice দুই প্রকার ।
যথা 1. Active Voice (কর্তৃবাচ্য)।
2. Passive Voice (কর্মবাচ্য)।
1. Active Voice ( কর্তৃবাচ্য )
: কোন Sentence এ যদি Subject সক্রিয় হয়ে কোন কাজ সম্পাদন করে তখন তাকে Active Voiceবলে ।
যেমন :
I eat rice.
He writes a letter.
Fateha reads a book.
We are playing football.
2. Passive Voice ( কর্মবাচ্য )
: কোন Sentence এ যদি Subject কে দিয়ে কোন কাজ করানো হয় বুঝায় তখন তাকে Passive Voice বলে ।
যেমন :
Rice Is eaten by me.
A letter is written by him.
A book is read by Fateha.
Football is being played by us.
Change the Voice from Active to passive ( Active Voice কে Passive Voice এ পরিবর্তন করা )
Active Voice কে Passive voice এর পরিবর্তন এর নিয়ম
এখানে সাধারণ ভাবে Active কে Passive voice রুপান্তর করার চমৎকার পদ্ধতিতে শিখব।
পদ্ধতিকে এমন ভাবে শেখানো হবে যাতে করে কোন ছাত্র/ছাত্রি নিজে থেকে active কে passive voice এ রুপান্তর করতে পারে।
Active : I eat a mango.
এখানে I (subject).
Eat ( verb).
A mango (object).
Passive : A mango is eaten by me
এখানে A mango হলো ( subject).
Is eaten হলো ( verb).
By me হলো (object).
পরিস্কার বোঝা যাচ্ছে যে active এর subject পরিনত হয়েছে। এবার verb এর দিকে লক্ষ কর active এর verb (খাওয়া)ear passive এ be + v এরুপ আকার ধারণ করেছে অর্থাৎ is (be)+ eaten(v).
তাহলে এবার সকল tense এর জন্য একটি সাধারণ পদ্ধতি শিখব,পরে পদ্ধতিটি সামান্য রদবদল করে বিভিন্ন tense এ প্রয়োগ করব।
সাধারণ পদ্ধতি ঃ
Active : S + V + O
Passive : O/S +BE+O
ব্যখাঃ
Active: I do it.
Passive: It is done by me.
আরেকটি জিনিস লক্ষ করঃ
active এর I যখন passive এ object হিসাবে ব্যবহার হয়েছে তখন তার objective case-me ব্যবহার হয়েছে। তাহলে subject I হলে object হবে me এবং object 'me' হলে subject হবে T.এসব তোমরা case অধ্যায় শিখেছ। তবু্ও তোমাদের সুবিধার জন্য এখানে বিভিন্ন pronoun এর subjective ও objective রুপ দেওয়া হলো।
subject object
I me
We us
You you
She her
He him
They them
Active: You give me a book
Passive: A book is a book by you.
মন্তব্যসমূহ
করে লেখা হয়েছে ।ধন্যবাদ ভাই আপনাকে।