Social English..
দৈনন্দিন জীবনে সামাজিকভাবে মানুষের সাথে মেলামেশা করার ক্ষেত্রে আমরা ভদ্রতার খাতিরে বিশেষ উপায় তাদের সাথে ভাব/বাক্যে প্রকাশ আদান-প্রদান করি। কখনো আবেগ(emotion), কখনো মনোভাব (attitude),কখনো কৃতজ্ঞতা(gratitude), কখনো ঘৃণা (disdain)ইত্যাদি প্রকাশ করি। ইংলিশ স্পিকিং দেশগুলোতে এসব ভাব প্রকাশের জন্য সচারাচার নির্দিষ্ট কিছু এক্সপ্রেশন (expression) ব্যবহৃত হয়। এগুলো জানা আবশ্যক, কারণ আন্তর্জাতিকভাবে মনের ভাব আদান -প্রদানের জন্য এগুলো জানা জরুরী আরো স্পষ্ট উদাহরণ দেয়া যাক। ধরা যাক তুমিঃ
👉 কারো সাথে প্রথমে পরিচিত হতে চাও
👉কাউকে কারো সাথে পরিচিত করিয়ে দিতে চাও
👉কাউকে প্রথম দেখাতে অভিবাদন জানাতে চাও
👉 কারো কোন কথায় সায় দিতে চাও
👉 কারো কোন মন্তব্যের প্রতি সমর্থন জানাতে চাও
👉কথা বলতে বলতে আপনি প্রসঙ্গ পাল্টাতে চাও ইত্যাদি
তাহলে তোমাকে কোন কোন ক্ষেত্রে কি কি এক্সপ্রেশনস করতে হবে আশ্বাস প্রদান কোন বক্তার বক্তব্যে পুরোটা বা কোন অংশ না বুঝলে আমরা তাকে আবারো তা বলতে কিংবা বুঝিয়ে বলতে অনুরোধ করি। কিন্তু পরে তা ঠিকমতো বুঝতে পারলে বক্তা কে আশ্বস্ত করি যে এবার বুঝেছি। এভাবে ঃঃঃ
Oh, okay
Oh, now I see
Now I understand
Oh, okay,Now I understand.Thank you
Now it't clear to me, what you've been saying to long ( এতক্ষণ ধরে).
Thanks a lot because now I understand what you mean.
মত প্রকাশ (Expressing Opinion)
কথা বলার সময়ে,বক্তৃতা দেবার সময়ে, বা লিখে মনের ভাব প্রকাশ করার সময়ে, অনেক ক্ষেত্রেই বস্তুনিষ্ঠ তথ্য কি সমর্থন করে তার অপেক্ষা না করে আমরা সরাসরি কোনো বিষয় সম্মন্ধে নিজেদের মতামত বা Opinion প্রকাশ করে থাকি।এই মত প্রকাশের জন্য ইংরেজিতে কয়েকটি expression ব্যবহার করা হয়,যেগুলো জানা থাকলে কথা বলা অত্যন্ত সহজ হয়ে ওঠে। এই expression গুলি হলো -
I guess..( আমার অনুমান)
I imagine...(আমার মনে হচ্ছে)
I think(that)(আমি মনে করি)
I personally think (ব্যক্তিগত ভাবে আমার মনে হয়)
I believe (আমি বিশ্বাস করি)
I strongly believe (আমার দৃড় বিশ্বাস)
I can't but believe that (আমি এ কথা বিশ্বাস না করে পারিনা)
It seems to me that.....
It occurs to me that....
To me...
To my mind....
To my opinion...
I'm prtty sure..
I'm almost positive about that
Example :
I believe that this new method will help us a lot in increasing the effectiveness of teaching English .Though what you said is true I cannot but believe that it is only theoretically true and practical false .As for the political condition of our country. I personally think that we all should be more liberal not everyone will agree with me but such a syllabus will be of little help to students.
সম্মতি ও অসম্মতি প্রকাশ
পরিবেশে বন্ধু-বান্ধবদের সাথে ব্যবহারের জন্য
You're right .
that's right.
that's for sure.
you can say that again
okay!
I knew it
I will say
exactly right
you had better believe it!
Like & Dislike
I like
I enjoy
I love
I am delighted by
I am happy to
Dislike
I Dislike
I hate
I abhor
I don' care for
এছাড়াও আরো অনেক নিয়ম আছে যেগুলো ফলো করলে আপনি অতি সহজে স্পোকেন ইংলিশ সম্বন্ধে জানতে পারবেন তা ধীরে ধীরে আপডেট করা হবে সঙ্গে থাকুন 24 গ্রামার এর সাথে।
Details of part of speech touch the link
মন্তব্যসমূহ