Gerund কাকে বলে? কিভাবে চেনা যায়? এবং এর ব্যবহার।
বাক্যে যে Verb এর শেষে ing যুক্ত হয়ে যে Verb একই সাথে Verb ও Noun-এর কাজ করে থাকে তাকেই gerund বলে। অন্যভাবে বলা যায়, ing যুক্ত যে Verb Noun এর কাজ করে তাকে Gerund বলে।
যেমন: walking, swimming, running, reading...etc
1. Walking is a good exercise.
2. Swimming is a good exercise.
এখানে Walking এবং Swimming একই সাথে যেমন কাজ করা (Verb) বোঝাচ্ছে তেমনি একটা exercise এর নামও Noun বোঝাচ্ছে। সুতরাং Walking, Swimming হলো Gerund।
Gerund -কে চেনার সহজ উপায়:
সাধারণত বাক্যকে কী, কাকে দ্বারা প্রশ্ন করলে যদি কোনাে ing যুক্ত Verb উত্তর দেয় তাহলে সেটি Gerund হবে। উল্লেখ্য যে, Gerund সাধারণত বাক্যের Subject অথবা Object হয়।
Gerund কোনাে বাক্যে Subject কিংবা Object হিসেবেও ব্যবহৃত হতে পারে।
যেমন- Swimming is a good exercise. (সাঁতার একটি ভালাে ব্যায়াম।)
ব্যাখ্যা:
এখানে বাক্যের Subject হিসেবে 'is' Verb এর আগে 'Swimming' বসেছে। এখানে যদি বাক্যকে প্রশ্ন করা হয়, কী একটি ভালাে ব্যায়াম?' তখন উত্তর দিবে- 'সাঁতার' অর্থাৎ, 'Swimming'. একই নিয়মে নিচের বাক্যটিও গঠিত। বাক্যের Object হিসেবে- We enjoyed sleeping in the open air. (আমরা উন্মুক্ত বাতাসে ঘুমকে উপভােগ করেছিলাম।)
ব্যাখ্যা:
এখানে বাক্যের Object হিসেবে 'enjoyed' Verb এর পরে 'sleeping' বসেছে। এখানে যদি বাক্যকে প্রশ্ন করা হয়, আমরা কী উপভােগ করেছিলাম?' তখন উত্তর দিবে- ‘ঘুমকে' অর্থাৎ, 'sleeping'.
Preposition কিংবা একটি verb-এর পর সরাসরি আরেকটি Verb যদি 'ing' যুক্ত হয়, তাহলে সেটিও Gerund হবে।
যেমন:
Without seeing the matter, we are unable to solve it.
Please stop writing.
বাক্যে gerund -এর ব্যবহার:
Sentence-এ প্রধানত: আটটি স্থানে বা ক্ষেত্রে Gerund-কে ব্যবহার করা যায়। স্থান নিম্নরূপ:
Sentence-এ verb-এর Subject হিসাবে
Sentence-এ Transitive verb-এর Object হিসাবে
Preposition-এর Object রুপে
কোন বস্তুবাচক noun-এর আগে বসে compound noun গঠন করতে
Be verb-এর পরে complement হিসাবে
Possessive adjective-এর পরে বা possessive case-এর পর
Phrasal verb-এর পরে
কিছু কিছু মত প্রকাশের পরে (The gerund after some expressions)
বিনোদনমূলক কোন কাজের নাম বা শখের নাম প্রকাশ করতে ‘go’ verb-এর পরে
Sentence -এ verb এর Subject হিসাবে:
Noun এর ন্যায় Gerund ও বাক্যে বসে কোন একটি Verb এর Subject হিসেবে কাজ করে।
যেমন:
Smoking causes many diseases. – ধূমপান করা অনেক রোগের কারণ।
Writing is an exchange of thought. – লেখালেখি করা হলো চিন্তার বিনিময়।
Travelling gives us pleasure. – ভ্রমণ করা আমাদের আনন্দ দেয়।
Sentence-এ Verb এর Object হিসাবে:
কোন Noun যেভাবে কোন Verb এর Object হিসাবে ব্যবহৃত হয়, ঠিক তেমনভাবে কোন Gerund Verb-এর Object হিসাবে ব্যবহৃত হয়।
The students started writing. – ছাত্ররা লিখা শুরু করে।
I love reading and writing. – আমি পড়া এবং লিখা ভালবাসি।
Flora enjoys singing. – ফ্লোরা গান গাওয়া উপভোগ করে।
She loves cooking. – সে রান্না করা ভালোবাসে।
I enjoy running daily. – আমি প্রতিদিন দৌড়ানো উপভোগ করি।
যে সকল Verb এর পর Gerund ব্যবহৃত হয়, সেগুলি হলো:
admit, appreciate, avoid, begin, consider, contemplate, continue, complete, deny, delay, dislike, enjoy, finish, forgive, hate, imagine, intend, like love, mention, mind, postpone, prefer, quit, recall, recommend, regret, resist, risk, stop, suggest, tolerate, try, understand প্রভৃতি। উদাহারন নিম্নরূপ:
He enjoys playing cricket. – সে ক্রিকেট খেলা উপভোগ করে।
Have you finished writing? – তুমি কি লেখা শেষ করেছো?
He couldn’t help laughing. – আমি না হেসে থাকতে পারিনি।
Would you mind opening the window? – জানালাটা খুলতে বললে কি তুমি কিছু মনে করবে?
You should practice speaking English whenever you can. – তুমি যখনই পারো ইংরেজি বলার অভ্যাস করো।
He couldn’t avoid telling the truth. – সে সত্য বলা থেকে বিরত থাকতে পারেনি।
Please stop talking. – অনুগ্রহকরে কথাবলা বন্ধ করুন।
I remember going to the party. – পার্টিতে যাওয়ার কথা মনে আছে।
I appreciate your helping in time. – আমি সময়মত আপনার সাহায্যের প্রশংসা করি।
My teacher suggested writing a story about my life. – আমার শিক্ষক আমার জীবন নিয়ে একটি গল্প লেখার পরামর্শ দিয়েছেন।
Preposition-এর Object রুপে:
যে কোন Preposition-এর পর কোন Verb ব্যবহৃত হলে তা Gerund হিসাবে ব্যবহৃত হয়।
He is fond of singing. – সে গান গাওয়ার অনুরাগী।
My love for reading and writing was from schooldays. – লেখাপড়ার প্রতি আমার ভালোবাসা ছিল স্কুল থেকে।
By reading, you can change your life. – পড়ার মাধ্যমে, তুমি আপনার জীবন পরিবর্তন করতে পারো।
He is good at painting. – সে অঙ্কনে পারদর্শী।
কোন বস্তুবাচক Noun-এর আগে বসে Compound Noun গঠন করতে:
Gerund কোন বস্তুবাচক Noun-এর আগে বসে Compound Noun গঠন করতে পারে। এসকল Gerund-কে দেখতে Adjective-এর মতো মনে হয়, কিন্তু আসলে এ Gerund গুলো Compound Noun গঠন করার জন্য Gerund-এর পরে ব্যবহৃত হওয়া Noun-কে সহায়তা করে। এসকল Noun কোন কাজে ব্যবহৃত হয়, তা বুঝায় (For describing the use or purpose of the noun).
I want a walking stick. [a stick for walking.]
He will buy a washing machine. [a machine for washing.]
Every student has his own reading room. [a room for reading.]
They bought some running shoes. [shoes for running.]
Will you give me a swimming suit? [a suit for swimming.]
Be Verb-এর পরে Complement হিসাবে:
Be Verb যেমন: am, is, are, was, were, been, being -এর পরে Complement হিসাবে Gerund ব্যবহৃত হয়।
A student’s main duty is attending the class. – একজন ছাত্রের প্রধান দায়িত্ব হল ক্লাসে উপস্থিত থাকা।
Learning English is understanding the grammatical rules. – ইংরেজি শেখা হচ্ছে ব্যাকরণগত নিয়মগুলি বোঝা।
His big fear is passing the examination. – তার বড় ভয় হচ্ছে পরীক্ষায় উত্তীর্ণ হওয়া।
My goal for this year is finding a good job. – এই বছরের জন্য আমার লক্ষ্য একটি ভাল চাকরি খোঁজা।
My hobby is cooking. – আমার শখ রান্না করা।
Possessive Adjective-এর পরে বা Aossessive Case-এর পর:
Possessive adjective-এর পরে এবং possessive case-এর পর gerund ব্যবহৃত হয়।
I don’t like your coming here. – তোমার এখানে আসা আমার পছন্দ নয়।
Rafiq’s swimming is excellent, but his diving is not good. -রফিকের সাঁতার কাটা চমৎকার, কিন্তু তার ডাইভিং করা ভালো নয়।
I heard the news of his passing the examination. – তার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার খবর শুনলাম।
They heard his crying for help. – তারা তার সাহায্যের জন্য কান্নাকাটি শুনেছে।
I saw his crossing the road. – আমি তাকে রাস্তা পার হতে দেখলাম।
I am glad about your father’s coming here. – তোমার বাবার এখানে আসায় আমি আনন্দিত।
Phrasal verb-এর পরে:
Phrasal verb অর্থাৎ verb ও preposition মিলে নতুন meaning-এর একটি শব্দগুচ্ছ হয়। যেমন: keep on বা go on-এর অর্থ continue. এই Phrasal verb -এর পরে Gerund ব্যবহৃত হয়।
Why do you keep on/go on smiling? – তুমি কেন হাসতে থাকো?
You should give up smoking. – আপনার ধূমপান ত্যাগ করা উচিত।
His son always kept on asking for the money. -তার ছেলে সবসময় টাকা চাইতে থাকে।
They are planning on going to India. – তারা ভারতে যাওয়ার পরিকল্পনা করছে।
কিছু কিছু মত প্রকাশের পরে (The gerund after some expressions)
কিছু expressions যেমন, can’t help, can’t stand, to be worth এবং it’s no use-এর পর gerund ব্যবহৃত হয়।
He couldn’t help falling in love with her. – সে তার প্রেমে না পরে পারেনি।
I can’t stand being stuck in traffic jams. – ট্রাফিক জ্যামে আটকে থাকতে পারছি না।
It’s no use calling for help. – সাহায্যের জন্য ডাকাডাকি করে লাভ নেই।
It might be worth doing that job. – সেই কাজটি করার জন্য ইহা উপযুক্ত হতে পারে।
বিনোদনমূলক কোন কাজের নাম বা শখের নাম প্রকাশ করতে ‘go’ verb-এর পরে:
‘Go’ শব্দের পর কিছু ধরনের বিনোদনমূলক কাজের নাম (activity) বা শখের (hobby) কোন কাজের নাম প্রকাশ করতে সকল সময়ই gerund ব্যবহৃত হয়। এই ‘go+gerund’ এক্ষেত্রে idiom হিসাবে ব্যবহৃত হয়। ‘Go’ শব্দটিকে gerund থেকে পৃথক করা যাবে না, gerund থেকে go শব্দকে পৃথক করা যাবে না।
Let’s go shopping. – চল কেনাকাটা করতে যাই.
We like to go walking a lot. – আমরা হেঁটে যেতে অনেক পছন্দ করি।
I went swimming this morning. – আমি আজ সকালে সাঁতার কাটলাম।
Do you want to come dancing with us? – তুমি কি আমাদের সাথে নাচতে আসতে চাও?
How often do you go fishing? – তুমি কতবার মাছ ধরতে যাও?
এছাড়া কোন কাজ করা থেকে বিরত থাকার জন্য No + gerund ব্যবহৃত হয়। The gerund is used in short prohibitions.
No parking. – পার্কিং নিষেধ।
No hooting. – হর্ণ বাজানো নিষেধ।
No smoking. – ধূমপান নিষেধ।
No talking. – কথা বলা নিষেধ।
No whining. – উচ্চ শব্দ করা নিষেধ।
No complaining. – কোন অভিযোগ নয়।
No criticizing. – কোন সমালোচনা নয়।
Gerund phase:
Gerund phrase-ও sentence-এ gerund-এর ন্যায় কাজ করে। অর্থাৎ gerund phrase কোন sentence-এর subject, verb-এর object, Preposition-এর object, be verb-এর পর, possessive pronoun-এর পর, phrasal verb-এর পর ব্যবহৃত হয়।
Swimming in the river is the best exercise. (gerund phrase used as a subject)
The students started writing an essay. (gerund phrase used as an object)
He is fond of singing songs. (gerund phrase used as the object of the preposition)
Why do you keep on/go on smiling all the time? (gerund phrase used after phrasal verb).
তাহলে gerund বিষয়ে যা জানলাম, তা হচ্ছে:
-ing-যুক্ত verb কোন sentence-এর subject হলে, তা gerund.
Verb এর পর ing-যুক্ত verb থাকলে, তা gerund.
Preposition-এর পর ing-যুক্ত verb থাকলে, তা gerund.
ing-যুক্ত verb দ্বারা compound noun গঠিত হলে, তা gerund.
Possessive adjective-এর পরে বা possessive case-এর পর ing-যুক্ত verb থাকলে, তা gerund.
Phrasal verb-এর পর ing-যুক্ত verb থাকলে, তা gerund.
can’t help, can’t stand, to be worth এবং it’s no use-এর পর ing-যুক্ত verb থাকলে, তা gerund.
No-এর পর ing-যুক্ত verb থাকলে, তা gerund.
বিস্তারিত জানুন: Should এর ব্যবহার সম্পর্কে জানুন বিস্তারিত।
Gerund কাকে বলে? কিভাবে চেনা যায়? এবং এর ব্যবহার।
Md. Forhad Reza
Gerund কাকে বলে? কিভাবে চেনা যায়? এবং এর ব্যবহার।
বাক্যে যে Verb এর শেষে ing যুক্ত হয়ে যে Verb একই সাথে Verb ও Noun-এর কাজ করে থাকে তাকেই gerund বলে। অন্যভাবে বলা যায়, ing যুক্ত যে Verb Noun এর কাজ করে তাকে Gerund বলে। যেমন: walking, swimming, running, reading...etc
Walking is a good exercise.
Swimming is a good exercise.
এখানে Walking এবং Swimming একই সাথে যেমন কাজ করা (Verb) বোঝাচ্ছে তেমনি একটা exercise এর নামও Noun বোঝাচ্ছে। সুতরাং Walking, Swimming হলো Gerund।
Gerund -কে চেনার সহজ উপায়:
সাধারণত বাক্যকে কী, কাকে দ্বারা প্রশ্ন করলে যদি কোনাে ing যুক্ত Verb উত্তর দেয় তাহলে সেটি Gerund হবে। উল্লেখ্য যে, Gerund সাধারণত বাক্যের Subject অথবা Object হয়।
Gerund কোনাে বাক্যে Subject কিংবা Object হিসেবে ব্যবহৃত হতে পারে।
যেমন- Swimming is a good exercise. (সাঁতার একটি ভালাে ব্যায়াম।)
ব্যাখ্যা: এখানে বাক্যের Subject হিসেবে 'is' Verb এর আগে 'Swimming' বসেছে। এখানে যদি বাক্যকে প্রশ্ন করা হয়, কী একটি ভালাে ব্যায়াম?' তখন উত্তর দিবে- 'সাঁতার' অর্থাৎ, 'Swimming'. একই নিয়মে নিচের বাক্যটিও গঠিত।
বাক্যের Object হিসেবে- We enjoyed sleeping in the open air. (আমরা উন্মুক্ত বাতাসে ঘুমকে উপভােগ করেছিলাম।)
ব্যাখ্যা: এখানে বাক্যের Object হিসেবে 'enjoyed' Verb এর পরে 'sleeping' বসেছে। এখানে যদি বাক্যকে প্রশ্ন করা হয়, আমরা কী উপভােগ করেছিলাম?' তখন উত্তর দিবে- ‘ঘুমকে' অর্থাৎ, 'sleeping'.
Preposition কিংবা একটি verb-এর পর সরাসরি আরেকটি Verb যদি 'ing' যুক্ত হয়, তাহলে সেটিও Gerund হবে। যেমন:
Without seeing the matter, we are unable to solve it.
Please stop writing.
বাক্যে gerund -এর ব্যবহার:
Sentence-এ প্রধানত: আটটি স্থানে বা ক্ষেত্রে Gerund-কে ব্যবহার করা যায়। স্থান নিম্নরূপ:
Sentence-এ verb-এর Subject হিসাবে
Sentence-এ Transitive verb-এর Object হিসাবে
Preposition-এর Object রুপে
কোন বস্তুবাচক noun-এর আগে বসে compound noun গঠন করতে
Be verb-এর পরে complement হিসাবে
Possessive adjective-এর পরে বা possessive case-এর পর
Phrasal verb-এর পরে
কিছু কিছু মত প্রকাশের পরে (The gerund after some expressions)
বিনোদনমূলক কোন কাজের নাম বা শখের নাম প্রকাশ করতে ‘go’ verb-এর পরে
Sentence -এ verb এর Subject হিসাবে:
Noun এর ন্যায় Gerund ও বাক্যে বসে কোন একটি Verb এর Subject হিসেবে কাজ করে। যেমন:
Smoking causes many diseases. – ধূমপান করা অনেক রোগের কারণ।
Writing is an exchange of thought. – লেখালেখি করা হলো চিন্তার বিনিময়।
Travelling gives us pleasure. – ভ্রমণ করা আমাদের আনন্দ দেয়।
Sentence-এ Verb এর Object হিসাবে:
কোন Noun যেভাবে কোন Verb এর Object হিসাবে ব্যবহৃত হয়, ঠিক তেমনভাবে কোন Gerund Verb-এর Object হিসাবে ব্যবহৃত হয়।
The students started writing. – ছাত্ররা লিখা শুরু করে।
I love reading and writing. – আমি পড়া এবং লিখা ভালবাসি।
Flora enjoys singing. – ফ্লোরা গান গাওয়া উপভোগ করে।
She loves cooking. – সে রান্না করা ভালোবাসে।
I enjoy running daily. – আমি প্রতিদিন দৌড়ানো উপভোগ করি।
যে সকল Verb এর পর Gerund ব্যবহৃত হয়, সেগুলি হলো:
admit, appreciate, avoid, begin, consider, contemplate, continue, complete, deny, delay, dislike, enjoy, finish, forgive, hate, imagine, intend, like love, mention, mind, postpone, prefer, quit, recall, recommend, regret, resist, risk, stop, suggest, tolerate, try, understand প্রভৃতি। উদাহারন নিম্নরূপ:
He enjoys playing cricket. – সে ক্রিকেট খেলা উপভোগ করে।
Have you finished writing? – তুমি কি লেখা শেষ করেছো?
He couldn’t help laughing. – আমি না হেসে থাকতে পারিনি।
Would you mind opening the window? – জানালাটা খুলতে বললে কি তুমি কিছু মনে করবে?
You should practice speaking English whenever you can. – তুমি যখনই পারো ইংরেজি বলার অভ্যাস করো।
He couldn’t avoid telling the truth. – সে সত্য বলা থেকে বিরত থাকতে পারেনি।
Please stop talking. – অনুগ্রহকরে কথাবলা বন্ধ করুন।
I remember going to the party. – পার্টিতে
Possessive adjective-এর পরে এবং possessive case-এর পর gerund ব্যবহৃত হয়।
I don’t like your coming here. – তোমার এখানে আসা আমার পছন্দ নয়।
Rafiq’s swimming is excellent, but his diving is not good. -রফিকের সাঁতার কাটা চমৎকার, কিন্তু তার ডাইভিং করা ভালো নয়।
I heard the news of his passing the examination. – তার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার খবর শুনলাম।
They heard his crying for help. – তারা তার সাহায্যের জন্য কান্নাকাটি শুনেছে।
I saw his crossing the road. – আমি তাকে রাস্তা পার হতে দেখলাম।
I am glad about your father’s coming here. – তোমার বাবার এখানে আসায় আমি আনন্দিত।
Phrasal verb-এর পরে:
Phrasal verb অর্থাৎ verb ও preposition মিলে নতুন meaning-এর একটি শব্দগুচ্ছ হয়। যেমন: keep on বা go on-এর অর্থ continue. এই Phrasal verb -এর পরে Gerund ব্যবহৃত হয়।
Why do you keep on/go on smiling? – তুমি কেন হাসতে থাকো?
You should give up smoking. – আপনার ধূমপান ত্যাগ করা উচিত।
His son always kept on asking for the money. -তার ছেলে সবসময় টাকা চাইতে থাকে।
They are planning on going to India. – তারা ভারতে যাওয়ার পরিকল্পনা করছে।
কিছু কিছু মত প্রকাশের পরে (The gerund after some expressions)
কিছু expressions যেমন, can’t help, can’t stand, to be worth এবং it’s no use-এর পর gerund ব্যবহৃত হয়।
He couldn’t help falling in love with her. – সে তার প্রেমে না পরে পারেনি।
I can’t stand being stuck in traffic jams. – ট্রাফিক জ্যামে আটকে থাকতে পারছি না।
It’s no use calling for help. – সাহায্যের জন্য ডাকাডাকি করে লাভ নেই।
It might be worth doing that job. – সেই কাজটি করার জন্য ইহা উপযুক্ত হতে পারে।
বিনোদনমূলক কোন কাজের নাম বা শখের নাম প্রকাশ করতে ‘go’ verb-এর পরে:
‘Go’ শব্দের পর কিছু ধরনের বিনোদনমূলক কাজের নাম (activity) বা শখের (hobby) কোন কাজের নাম প্রকাশ করতে সকল সময়ই gerund ব্যবহৃত হয়। এই ‘go+gerund’ এক্ষেত্রে idiom হিসাবে ব্যবহৃত হয়। ‘Go’ শব্দটিকে gerund থেকে পৃথক করা যাবে না, gerund থেকে go শব্দকে পৃথক করা যাবে না।
Let’s go shopping. – চল কেনাকাটা করতে যাই.
We like to go walking a lot. – আমরা হেঁটে যেতে অনেক পছন্দ করি।
I went swimming this morning. – আমি আজ সকালে সাঁতার কাটলাম।
Do you want to come dancing with us? – তুমি কি আমাদের সাথে নাচতে আসতে চাও?
How often do you go fishing? – তুমি কতবার মাছ ধরতে যাও?
এছাড়া কোন কাজ করা থেকে বিরত থাকার জন্য No + gerund ব্যবহৃত হয়। The gerund is used in short prohibitions.
No parking. – পার্কিং নিষেধ।
No hooting. – হর্ণ বাজানো নিষেধ।
No smoking. – ধূমপান নিষেধ।
No talking. – কথা বলা নিষেধ।
No whining. – উচ্চ শব্দ করা নিষেধ।
No complaining. – কোন অভিযোগ নয়।
No criticizing. – কোন সমালোচনা নয়।
Gerund phase:
Gerund phrase-ও sentence-এ gerund-এর ন্যায় কাজ করে। অর্থাৎ gerund phrase কোন sentence-
Credit-Bd Academy
মন্তব্যসমূহ