Gerund কাকে বলে? কিভাবে চেনা যায়? এবং এর ব্যবহার। বাক্যে যে Verb এর শেষে ing যুক্ত হয়ে যে Verb একই সাথে Verb ও Noun-এর কাজ করে থাকে তাকেই gerund বলে । অন্যভাবে বলা যায়, ing যুক্ত যে Verb Noun এর কাজ করে তাকে Gerund বলে। যেমন : walking, swimming, running, reading...etc 1. Walking is a good exercise. 2. Swimming is a good exercise. এখানে Walking এবং Swimming একই সাথে যেমন কাজ করা (Verb) বোঝাচ্ছে তেমনি একটা exercise এর নামও Noun বোঝাচ্ছে। সুতরাং Walking, Swimming হলো Gerund। Gerund -কে চেনার সহজ উপায়: সাধারণত বাক্যকে কী, কাকে দ্বারা প্রশ্ন করলে যদি কোনাে ing যুক্ত Verb উত্তর দেয় তাহলে সেটি Gerund হবে। উল্লেখ্য যে, Gerund সাধারণত বাক্যের Subject অথবা Object হয়। Gerund কোনাে বাক্যে Subject কিংবা Object হিসেবেও ব্যবহৃত হতে পারে। যেমন - Swimming is a good exercise. (সাঁতার একটি ভালাে ব্যায়াম।) ব্যাখ্যা: এখানে বাক্যের Subject হিসেবে 'is' Verb এর আগে 'Swimming' বসেছে। এখানে যদি বাক্যকে প্রশ্ন করা হয়, কী একটি ভালাে ব্যায়াম?' তখন উত্তর দিবে- 'সাঁতার' অর্থাৎ, ...
মন্তব্যসমূহ