Wh-Questions
What is wh?:-
Wh- দ্বারা শুরু হয়েছে এমন কিছু বাক্য প্রশ্ন(?) করার জন্য ব্যবহার করা হয় তাকে wh-Question বলে ।
যেমন :- who, what, when, where, why,which, whom,wherever, whose, how, whatever, whoever, whomever etc.
এই বাক্যগুলি
● কোন Question- এর ব্যবহার থাকে তাকে বলে wh-Question।
● কোন clause -এ ব্যবহৃত হলে তাকে wh-Clause বলে ।
The Nature of Wh-Questions
Wh-Questions এর সবচেয়ে সাধারণ বৈশিষ্ট্য হল এই যে এদের উত্তর কখনো yes বা No হয় না ।যেমন :
What is your name?
Where do you live?
এই প্রশ্নের উত্তর yes/no হতে পারে না ।এক্ষেত্রে বিশেষ sentense বা Pharase এর মাধ্যমে উত্তর দিতে হয় ।
অপরপক্ষে, প্রসঙ্গে বলতে পারি যে সব questions-এর Auxiliary Verb থাকে, সেগুলোর উত্তর yes/no হতে পারে ।যেমন :
Do you know me?
~ Yes, I do.
Is he a teacher?
~ No, he's not .
Rules of Wh-Questions :
1.
Who》+pv +.......
What》+pv +. .....
অথ্যাৎ , who এবং what subjects হিসেবে ব্যবহার হলে তাদের পর সরাসরি principal. Verb (pv) বসানো যায় , Auxiliary Verb এর প্রয়োজন হয় না । যেমন :
Who went there ?
Who Knows it ?
Who dit that ?
What works better ?
What matters?
Rules.
2.
What ,when, how, why,whom, where+Ax.v+s+pv+. ....
অথ্যাৎ , wh-word গুলোর দ্বারা প্রশ্ন তৈরী করতে হলে, তাদের পরপরই Auxiliary Verb বসাতে হয় ।তারপর বসাতে হয় Subject এবং Subject এর পর বসাতে হয় principal verb (pv)
Rules -3
যেমন :- who, what, when, where, why,which, whom,wherever, whose, how, whatever, whoever, whomever etc.
এই বাক্যগুলি
● কোন Question- এর ব্যবহার থাকে তাকে বলে wh-Question।
● কোন clause -এ ব্যবহৃত হলে তাকে wh-Clause বলে ।
The Nature of Wh-Questions
Wh-Questions এর সবচেয়ে সাধারণ বৈশিষ্ট্য হল এই যে এদের উত্তর কখনো yes বা No হয় না ।যেমন :
What is your name?
Where do you live?
এই প্রশ্নের উত্তর yes/no হতে পারে না ।এক্ষেত্রে বিশেষ sentense বা Pharase এর মাধ্যমে উত্তর দিতে হয় ।
অপরপক্ষে, প্রসঙ্গে বলতে পারি যে সব questions-এর Auxiliary Verb থাকে, সেগুলোর উত্তর yes/no হতে পারে ।যেমন :
Do you know me?
~ Yes, I do.
Is he a teacher?
~ No, he's not .
Rules of Wh-Questions :
1.
Who》+pv +.......
What》+pv +. .....
অথ্যাৎ , who এবং what subjects হিসেবে ব্যবহার হলে তাদের পর সরাসরি principal. Verb (pv) বসানো যায় , Auxiliary Verb এর প্রয়োজন হয় না । যেমন :
Who went there ?
Who Knows it ?
Who dit that ?
What works better ?
What matters?
Rules.
2.
What ,when, how, why,whom, where+Ax.v+s+pv+. ....
অথ্যাৎ , wh-word গুলোর দ্বারা প্রশ্ন তৈরী করতে হলে, তাদের পরপরই Auxiliary Verb বসাতে হয় ।তারপর বসাতে হয় Subject এবং Subject এর পর বসাতে হয় principal verb (pv)
Rules -3
Which}
Whose} +Np+Ax.V+?
অর্থাৎ which এবং whose এর পর noun বসানোর পর auxiliary verb বসাতে হয়।
যেমনঃ
Which pen do you want?
Which one is better?
Which shirt is your?
Whose name have you forgotten?
Whose pen is this?
Rules -4
কথোপকথনের সময় wh-word ব্যবহার
Wait here?
Why here?and why not there?
I'm going shopping. What to buy for you?
Rules-5
Principal verb হিসাবে wh-word এর পর be-verb বসে।
যেমন ঃ
Who is the leader?
Why is he ill?
How is that true?
When is the time of their arrival?
Why is it so?
Rules-6
Wh-word সমন্দিত question এ preposition থাকলে তা detached আকারেও ব্যবহার হতে পারে।
যেমন ঃ
I live with my brothers.
question (?)
Whom do you live with?
He killed it with a knife
question
What did he kill it with?
Rules-7
How +many, much, long, far
Example:
How many mangoes did he buy ?
how many people are there in the street? how many problems are there in this exercise ?
how many times have you come here ?how much money do you need ?
how much is the price ?
how much water is there in the basket? how long will you wait here?
how long will it take for us to reach there? how long can you live here?
how long ago did it happen ?
how far can we reach?
how far have we advance ?
how far have they walked?
how big is the bag?
how large was the river ?
how hard did he beat you ?
how strongly did he pull it ?
how old is he?
Rules-8
Why ever did you go there?
(তুমি সেখানে কেন গিয়েছিলে ,শুনি ?বিরক্তি প্রকাশ পাচ্ছে)
what ever does he say ?
(কি ছাই বলছে সে)
how ever did it all happen ?
(কিভাবে এসব ঘটল ?বিরক্তি এবং ভৎসর্নার সুরে বলা হচ্ছে)
Rules-9
What if + clause?
what will happen if .....?
What if it rains?
(যদি বৃষ্টি হয়? তাহলে?)
What if he does not come?
(
what if he glass breaks down ?
what if he dies