সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

How To Learn WH-Question


                     Wh-Questions

What is wh?:

Wh- দ্বারা শুরু  হয়েছে  এমন  কিছু  বাক্য  প্রশ্ন(?) করার  জন্য  ব্যবহার  করা  হয়  তাকে  wh-Question  বলে ।
যেমন :-  who, what, when, where, why,which, whom,wherever, whose, how, whatever, whoever, whomever etc.
এই বাক্যগুলি
    ● কোন  Question- এর  ব্যবহার থাকে  তাকে  বলে wh-Question।
    ● কোন  clause -এ ব্যবহৃত  হলে তাকে  wh-Clause বলে ।

The  Nature  of  Wh-Questions

Wh-Questions এর  সবচেয়ে  সাধারণ  বৈশিষ্ট্য  হল  এই যে  এদের  উত্তর  কখনো yes  বা  No  হয়  না ।যেমন :

          What is your  name?
           Where do you  live?

এই  প্রশ্নের  উত্তর  yes/no হতে  পারে  না ।এক্ষেত্রে  বিশেষ  sentense বা  Pharase এর  মাধ্যমে  উত্তর  দিতে  হয় ।
              অপরপক্ষে, প্রসঙ্গে  বলতে  পারি  যে  সব questions-এর  Auxiliary Verb থাকে, সেগুলোর  উত্তর  yes/no হতে  পারে ।যেমন :

     Do  you  know  me?
      ~ Yes, I do.
     Is he a  teacher?
       ~ No, he's not .

Rules  of  Wh-Questions :

1.
           Who》+pv +.......
           What》+pv +. .....
অথ্যাৎ , who  এবং  what  subjects  হিসেবে  ব্যবহার  হলে  তাদের  পর  সরাসরি  principal. Verb  (pv) বসানো  যায় , Auxiliary Verb  এর  প্রয়োজন  হয়  না । যেমন :

Who           went            there ?

Who         Knows                 it ?

Who           dit                 that ?

What        works             better ?

What        matters?

Rules.

2.

What ,when, how, why,whom, where+Ax.v+s+pv+. ....

অথ্যাৎ ,  wh-word গুলোর  দ্বারা  প্রশ্ন  তৈরী  করতে  হলে,  তাদের  পরপরই  Auxiliary Verb  বসাতে  হয় ।তারপর  বসাতে  হয় Subject এবং  Subject  এর পর  বসাতে  হয় principal verb (pv)

  Rules -3 
 
   Which}
   Whose} +Np+Ax.V+?

অর্থাৎ which এবং whose এর পর noun বসানোর পর auxiliary verb বসাতে হয়। 
যেমনঃ
Which pen do you want? 
Which one is better? 
Which shirt is your?
Whose name have you forgotten? 
Whose pen is this?

Rules -4 

কথোপকথনের সময় wh-word ব্যবহার 

Wait here?
Why here?and why not there?
I'm going shopping. What to buy for you?

Rules-5

Principal verb হিসাবে wh-word এর পর be-verb বসে।
যেমন ঃ
Who is the leader?
Why is he ill?
How is that true?
When is the time of their arrival? 
Why is it so?

Rules-6

Wh-word সমন্দিত question  এ preposition থাকলে তা detached আকারেও ব্যবহার হতে পারে। 
যেমন ঃ

I live with my brothers. 
 question (?) 
Whom do you live with?

He killed it with a knife
   question 
What did he kill it with? 

Rules-7

How +many, much, long, far 

Example:

How many mangoes did he buy ?
how many people are there in the street? how many problems are there in this exercise ?
how many times have you come here ?how much money do you need ?
how much is the price ?
how much water is there in the basket? how long will you wait here?
how long will it take for us to reach there? how long can you live here?
how long ago  did it happen ?
how far can we reach?
how far have we advance ?
how far have they walked?
how big is the bag?
how large was the river ?
how hard did he beat you ?
how strongly did he pull it ?
how old is he?

Rules-8

Why ever did you go there?
(তুমি সেখানে কেন গিয়েছিলে ,শুনি ?বিরক্তি প্রকাশ পাচ্ছে)

what ever does he say ?
(কি ছাই বলছে সে)

how ever did it all happen ?
(কিভাবে এসব ঘটল ?বিরক্তি এবং ভৎসর্নার সুরে বলা হচ্ছে)

Rules-9


What if + clause?

what will happen if .....?

What if it rains? 
(যদি বৃষ্টি হয়? তাহলে?)
What if he does not come? 
(
what if he glass breaks down ?
what if he dies

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

sentence কাকে বলে?কত প্রকার ও কী কী?বিস্তারিত আলোচনা কর?

                   THE SENTENCE 01 . SENTENCE কাকে বলে ?  উ: যে শব্দ গুচ্ছ মনের ভাব বা ধারনা সম্পূর্ণরুপে প্রকাশ করে তা কে SENTENCE বলে । 02. SENTENCE কত প্রকার ও কি কি? উ: অর্থভেদে sentence ৫ প্রকার । 1. Assertive sentence (বিবৃতিমূলক)। 2. Interrogative sentence (প্রশ্নবোধক)। 3. Imperative sentenceর্ (অনুঙ্গা বাচক)। 4. Optative sentence (প্রার্থনামূলক)। 5. Exclamatory sentence (বিস্ময়সূচক )। Structure: What Is It 01.Assertive sentence : যে sentence দ্বারা কোন বিবৃতি প্রদান করা হয় তাকে Assertive sentence বলে । ১০০ টাকায় টিমার Assertive sentence ২ প্রকার : i  Affirmative sentence :  sub.+verb+Object +place +time +ext. She is well today ii. Negative sentence :  sub.+a/v ( auxiliary verb)+not+verb + place+ time+ others. She is not well today 02.Interrogative sentence : যে sentence দ্বারা কোন প্রশ্ন করা হয় । Question word+auxiliary verb+sub+principal verb +Ext.+? Where did he live ? ...

Voice কাকে বলে ? Voice কত প্রকার ও কি কি ?

Voice কাকে বলে ? Voice কত প্রকার ও কি কি ? Voice এর সংজ্ঞা :   Voice  অর্থ বাচ্য , ক্রিয়া প্রকাশের ভঙ্গিমাকেই  Voice  বা বাচ্য বলে । নিচের বাক্য দুটি পড়  I eat a mango ( আমি একটি আম খাই) । A mango is eaten by me (আমার দ্বারা একটা  আম খাওয়া হয়)। প্রথম বাক্যে   subject হল I  2য় বাক্যে subject হল    A mango  প্রথম বাক্যে objects হল a mango 2য় বাক্যে objects হল me ( I এর objective case). প্রথম বাক্যে verb 'eat' হল active(সক্রিয়) এখানে করতা নিজেই কাজ করছে। ২য় বাক্যে verb 'is eaten' হল নিস্ক্রিয় (করতার উপরে চাপানো হরছে) এবার বুঝতে পারছ বাক্য দুটির গঠনগত পাথক্য?  কিন্তু এদের উভয় বাক্যের বক্তব্য একই।প্রধান ব্যাপার হলো verb ১ম বাক্যে eat মানে খাই, ২য় বাক্যে is eaten মানে 'খাওয়া হয়'-সরাসরি বলা হরছে না যেন নিস্ক্রিয় ভাবে ঝিমিয়ে ঝিমিয়ে বলা হচ্ছে। প্রথম verb টি ( eat-খাই) দেখলেই যে করতার (I)প্রভাব চোখে/কানে এসে লাগে , ২য় বাক্যের verb (is eaten-খাওয়া হয়)টি দেখলে তার করতার কথা মনে পড়ে না। verb এর দুই প্রকার রুপকে...

Gerund কাকে বলে?

Gerund কাকে বলে? কিভাবে চেনা যায়? এবং এর ব্যবহার।  বাক্যে যে Verb এর শেষে ing যুক্ত হয়ে যে Verb একই সাথে Verb ও Noun-এর কাজ করে থাকে তাকেই gerund বলে । অন্যভাবে বলা যায়, ing যুক্ত যে Verb Noun এর কাজ করে তাকে Gerund বলে।  যেমন :  walking, swimming, running, reading...etc 1. Walking is a good exercise. 2. Swimming is a good exercise. এখানে Walking এবং Swimming একই সাথে যেমন কাজ করা (Verb) বোঝাচ্ছে তেমনি একটা exercise এর নামও Noun বোঝাচ্ছে। সুতরাং Walking, Swimming হলো Gerund। Gerund -কে চেনার সহজ উপায়: সাধারণত বাক্যকে কী, কাকে দ্বারা প্রশ্ন করলে যদি কোনাে ing যুক্ত Verb উত্তর দেয় তাহলে সেটি Gerund হবে। উল্লেখ্য যে, Gerund সাধারণত বাক্যের Subject অথবা Object হয়। Gerund কোনাে বাক্যে Subject কিংবা Object হিসেবেও ব্যবহৃত হতে পারে। যেমন - Swimming is a good exercise. (সাঁতার একটি ভালাে ব্যায়াম।) ব্যাখ্যা:   এখানে বাক্যের Subject হিসেবে 'is' Verb এর আগে 'Swimming' বসেছে। এখানে যদি বাক্যকে প্রশ্ন করা হয়, কী একটি ভালাে ব্যায়াম?' তখন উত্তর দিবে- 'সাঁতার' অর্থাৎ, ...