'দলের উপর বোঝা হতে চাই না', ২০২৬ বিশ্বকাপ খেলা নিয়ে সংশয়ের সুর মেসির মুখে ওনেল মেসিকে কি ২০২৬ বিশ্বকাপে দেখা যাবে? এই সম্ভাবনার আগে ফের বড়সড় প্রশ্নচিহ্ন বসে গেল। মেসি এখনও বিশ্বকাপ খেলার জন্য উত্তেজিত। আবার একই সঙ্গে সাবধানী। তিনি বলছেন, "আমি দলের উপর বোঝা হতে চাই না। যদি মনে হয়, যেভাবে খেলতে চাই, সেভাবে খেলতে পারব, তবেই খেলব। ১৯২ ম্যাচ। ১১২টি গোল। কোপা, আমেরিকা ট্রফি, বিশ্বকাপে সোনার বল, এবং সর্বোপরি বিশ্বকাপ ট্রফি, কী নেই তাঁর ঝুলিতে! আর সেটাই যেন তাঁর দায়িত্ব বাড়িয়ে দিয়েছে। মেসি বলছেন, "এটা আমার জন্য বিশেষ বিশ্বকাপ। দেশের হয়ে খেলাটা সবসময় স্পেশ্যাল। বিশেষ করে গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে। তাও এটা জেতার পর।" পরক্ষণেই তাঁর সাবধানী মন্তব্য, "কিন্তু আমি দলের জন্য বোঝা হতে চাই না। যদি মনে হয় দলকে সাহায্য করতে পারব। যেভাবে খেলতে চাই, সেভাবে খেলতে পারব, তবেই খেলব।" গত ৪ সেপ্টেম্বর বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলতে নামে আর্জেন্টিনা। ঘরের মাঠে জোড়া গোল করে দলকে ভেনেজুয়েলার বিরুদ্ধে জেতান মেসি। ওই ম্যাচ দেখতে স্টেডিয়াম পুরো ভরে গিয়েছিল। বাবার খেলা দেখত...
THE SENTENCE 01 . SENTENCE কাকে বলে ? উ: যে শব্দ গুচ্ছ মনের ভাব বা ধারনা সম্পূর্ণরুপে প্রকাশ করে তা কে SENTENCE বলে । 02. SENTENCE কত প্রকার ও কি কি? উ: অর্থভেদে sentence ৫ প্রকার । 1. Assertive sentence (বিবৃতিমূলক)। 2. Interrogative sentence (প্রশ্নবোধক)। 3. Imperative sentenceর্ (অনুঙ্গা বাচক)। 4. Optative sentence (প্রার্থনামূলক)। 5. Exclamatory sentence (বিস্ময়সূচক )। Structure: What Is It 01.Assertive sentence : যে sentence দ্বারা কোন বিবৃতি প্রদান করা হয় তাকে Assertive sentence বলে । South & Hollywood Webseries Free Download Assertive sentence ২ প্রকার : i Affirmative sentence : sub.+verb+Object +place +time +ext. She is well today Amazon Carrier Job Apply Now ii. Negative sentence : sub.+a/v ( auxiliary verb)+not+verb + place+ time+ others. She is not well today 02.Interrogative sentence : যে sentence দ্বারা কোন প্রশ্ন করা হয় । Question wo...