লক্ষণ :
মাথার চুল মাঝে মাঝে পোকায় খাওয়ার মত দেখতে হয়। অনেকে বলেন টাকপোকায় খেয়েছে। এটা একধরনের ফাংগাস ইনফেকশন। কোনরকম পোকার সাথে এর কোন সম্পর্ক নেই। এটা যে কোন বয়সে হতে পারে বাচ্চা থেকে বুড়ো, এটা সময়ে চিকিৎসা না করালে অনেক বিপদের সম্মুখীন হতে হয়, ত্বক বিশেষজ্ঞ এই অসুখের একটা নাম দিয়েছেন যে নামটি হল অ্যালোপেশিয়া অ্যারিয়েটা,
টাকপোকা |
কোন কারনে এটা হতে থাকে:
একাধিক শারীরিক সমস্যার জন্য এই রোগ হতে পারে। কারও থাইরয়েডের সমস্যা থাকলেও এই রোগ দেখা দিতে পারে। আবার কোনও কোনও ক্ষেত্রে অটো ইমিউন রোগ যেমন সুগার, পেটের অ্যাসিড কমে যাওয়া-সহ , অয়েলি স্ক্রিনের কারণে এটা হতে পারে,একাধিক কারণে ‘টাকপোকা’ হতে পারে। তাই এরকম হলে অবশ্যই একজন ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া দরকার।
চিকিৎসা :
প্রথমে খসখসে কোনো পাতা দিয়ে আক্রান্ত জায়গাটাকে ঘসে নিতে হবে, তারপর ৫ গ্রাম রসাঞ্জন এবং ৫ গ্রাম হস্তিদন্ত ভস্ম ২৫ গ্রাম তিল তেলের সঙ্গে মিশিয়ে আক্রান্ত জায়গায় লাগাতে হবে। দিনে ২ বার করে যতদিন না চুল ওঠে।
দ্র:-দ্রব্যগুলো আপনার বাজারের যে কোনো কবিরাজি দোকানে পাওয়া যাবে
Related Queries
১/টাক পোকার সমাধান
২/টাক পোকার ঔষধ
৩/টাক পোকা হোমিও
৪/টাক পোকার ঘরোয়া ঔষধ
৫/মাথার চুল উঠে যাচ্ছে
মন্তব্যসমূহ