প্রতিবেদন
প্রতিবেদন হলো একটি সারসংক্ষেপমূলক লেখা যা কোনও ঘটনা, তথ্য, বা অনুসন্ধানের ফলাফল নিয়ে তৈরি করা হয়। এটি সংক্ষেপে বলতে গেলে একটি বিষয়ের তথ্যগুলো সরবরাহ করা এবং পাঠকদের বোঝানোর চেষ্টা করা। তাহলে চলুন আমরা প্রতিবেদন সমস্ত বিষয়গুলি ভালোভাবে লক্ষ্য করি
প্রতিবেদন |
যে কোন বিষয়ের উপর টপিক কিভাবে দেখবেন
প্রতিবেদন কত প্রকার ও কি কি?
প্রতিবেদন মূলত তিন (৩) প্রকার।
যথা-
১) সংবাদ প্রতিবেদন
২) প্রাতিষ্ঠানিক প্রতিবেদন
৩) সম্পাদকীয় প্রতিবেদন
একটি ভালো মানের প্রতিবেদন লিখতে হলে যেসব বিষয়গুলি মাথায় রাখতে হবে অবশ্যই সেগুলো হলো
ক) প্রতিবেদনের বিষয়ের মূল ধারণা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
খ) প্রতিবেদনের প্রথম অংশে প্রধান তথ্য দেওয়া হয়।
গ) শিরোনামের সঙ্গে বিষয়বস্তুর মিল থাকা আবশ্যিক ।
ঘ) প্রতিবেদনে মূল বিষয় বিস্তারিতভাবে আলোচনা করা হয়, যাতে পাঠকরা সঠিকভাবে বোঝতে পারে।
ঘ) শিরোনাম এমন হবে যেন শিরোনাম দেখে পাঠকের কৌতূহল জাগে এবং প্রতিবেদনটি পড়ার ইচ্ছা হয় ।
চ) প্রতিবেদনে কাউকে ধোকা দেওয়ার চেষ্টা করবেন না
বৈশিষ্ট্য:-
ক) একটি আদর্শ প্রতিবেদন Investigations ধারণ করে – একটি আদর্শ প্রতিবেদন তৈরির সময় একটি রূপরেখা তৈরি করে নেওয়া হয়, না হলে উক্ত প্রতিবেদনের সৌন্দর্য ও মানসম্মতায় ঘাটতি দেখা যায়।
খ) প্রতিবেদনের মূল বিষয়বস্তুর বাইরে বাড়তি, অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক তথ্য যোগ করা হয় না।
গ) প্রতিবেদনকে বস্তুনিষ্ঠ হতে হয়। অর্থাৎ কার্যকর প্রতিবেদনে অভিরঞ্জন বা অতিশয়োক্তি যেমন থাকতে পারবে না, তেমনি তা কোনোভাবেই পক্ষপাতমূলক হওয়া যাবে না। শুধুমাত্র প্রকৃত ঘটনা ও তথ্যই যথাসম্ভব নিরাবেগ ভাষায় স্পষ্টভাবে উপস্থাপন করা হয়।
ঘ) সাধারণত প্রতিবেদনের ভাষা সহজ, সরল ও স্পষ্ট হয়। প্রতিবেদনে প্রতিটি অনুচ্ছেদ প্রাসঙ্গিক বাক্য দ্বারা আরম্ভ করা হয় এবং প্রতিটি অনুচ্ছেদে আলাদা আলাদা বিষয় সুসংহভাবে পরিবেশিত হয়।
ঘ) সুনির্দিষ্ট একটি উদ্দেশ্য থাকে, তাই প্রতিবেদনগুলোকে এমনভাবে লিখা হয়, যেন তা মূল বা সুনির্দিষ্ট উদ্দেশ্য থেকে বিচ্যুত না হয়।
ঘ) ভাষা সুস্থ এবং পরিচিত হওয়া উচিত, যাতে বর্তমানে পাঠকদের বোঝানো সহজ হয়ে ওঠে
ঘ) প্রয়োজনে, পরিসংখ্যান এবং চিত্র ব্যবহার করুন যাতে প্রতিবেদন গুলি প্রস্তুতিকর এবং আকর্ষণীয় হয়।
মন্তব্যসমূহ