Part Of Speech
বাক্যে আমরা বিভিন্ন শব্দ ব্যবহার করি। সব শব্দের অর্থ এক নয় সব শব্দের অর্থ একজাতীয় নয়।
যেমন : Sahil is a good boy who loves his young brother very much (সাহিল একজন ভালো ছেলে যে তার ছোট ভাইকে অত্যন্ত ভালোবাসে) বাক্যটিতে Sahil,Is, a,boy,good,who,loves,younger, very-- প্রত্যেকটি শব্দই ভিন্ন জাতীয় এবং এরা প্রত্যেকেই ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে। এইসব বিভিন্ন অর্থ প্রকাশক ওয়ার্ড (word) ব্যবহার করি বলেই আমরা একটিমাত্র বাক্যে অনেক রকমের ভাব ফুটিয়ে তুলতে পারি তাহলে অর্থ অনুসারে ইংরেজি শব্দের শ্রেণীবিভাগ জানা প্রয়োজন। তোমাদের পড়া এবং একসঙ্গে একই মোটামুটি ধারণা নিতে সাহায্য করার জন্য প্রথমে অতি সংক্ষেপে ইংরেজি ওয়ার্ড এর অর্থ অনুসারে ক্লাসিফিকেশন (clafication)দেখানো হলো তবে তার আগে জেনে রাখো এই সকল ওয়ার্ড দিয়ে ইস পিস (speech)বা বাক্য বা বক্তব্য গঠিত হয় বলে এরা প্রত্যেকেই বক্তব্যের একেকটি পাঠ বা অংশ আর এজন্যই এদেরকে বলা হয় পার্টস অফ স্পিচ( Part of speech )।
Definition (সঙ্গা) when words are classified according to what work they do as small parts of a whole sentence, they are called part of speech. (একটি পুনাঙ্গ বাক্যের অংশ হিসেবে কোন শব্দ যে কাজ করে বা অর্থ প্রকাশ করে তার ভিত্তিতে শব্দকে শ্রেণীবিভাগ করলে তখন তাকে part of speech বলে।
Classification (শ্রেনিবিভাগ)
Part of speech কে আমরা মোটামুটি আটটি ভাগে ভাগ করতে পারি। যথা-
৬. Preposition ( পূর্বের স্থান)
৮. Interjection ( আবেগ, প্রবল)
বিস্তারিত জানতে উপরের link এ ক্লিক করে ঘুরে আসুন।
Noun: যেকোন নাম বোঝালে noun হয়।
যেমন ঃRahim,shyamal,Kolkata,Dhaka,etc
Pronoun: নামের পরিবর্তে যে শব্দ ব্যবহার হয় তাকে pronoun বলে।
যেমন ঃ He, she, they, them, their, we etc.
Adjective : গুন, দোষ, অবস্থা বোঝালে তাকে adjective বলে।
যেমন ঃ good, bad, beautiful, fat ,fine, nice etc.
Verb: কোন কিছু করা বোঝালে verb হয়।
যেমনঃ do,go, sleep, run, dance, right ,work etc.
Adverb: ক্রিয়া কিভাবে, কখন, কোথায় সম্পন্ন হল তা বোঝায়।
যেমনঃ well, nicely,there etc.
Preposition : word এর আগে বসে পুরব্বরতি word এর সাথে ঐ word এর সম্পর্ক স্তাপন করে।
যেমন ঃ in, into, for, from, to off etc.
Conjunction: দুই বা ততধিক word/clause- কে যুক্ত করে।
যেমন ঃ and, but, for, as, beacause, unless etc.
Interjection: আনন্দ,দুঃখ, আবেগ ভয়, ঘৃনা ইত্যাদি বোঝায়।
যেমন ঃ Alas!( হায়) Fie(ছি),hush( চুপ)ইত্যাদি।
Exercise :
A word in each set of words is a noun.Tick it out.( নিচের প্রতিটি শব্দগুচ্ছের মধ্যে একটি নাউন আছে এটির উপর টিক (✓) চিহ্ন দাও)
a) Fall, mango ,beautiful ,clean ,
b) Kind, health ,an, Apple,
c) swiftly ,out ,drink ,which
d) river, eat ,sometime
e) them ,difficult ,mathematics ,before
Ans:(a) mango
(b) health
(c) scholar
(d) river
(e) mathematics
প্রতিটি sentence এর নিচে দাগ দেওয়া word / phrase এর পরিবর্তে একটি প্রনাউন (pronoun)বসাও।
a) Tuhina he is a good girl .
b) Ram and Rahim are not brothers .
c) Rina lives in Kolkata .
d) My family and I live in in Kolkata
e) mother give me some money
f)give rakhi some money
Answer: a. She
b. They
c. She
d. We
e.She
f. Him
বিঃদঃ-এই post এ বাংলায় অনেক বানান ভুল হতে পারে পাঠকরা ভুল গুলোকে হ্মমা সুন্দরে দেখবে।
ধন্যবাদ সবাইকে।
মন্তব্যসমূহ