সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

It এর ব্যবহার |Use of 'It'

 Introduction: " IT "

It এর বিভিন্ন মুখি ব্যবহার আছে।এমন এমন কিছু খেত্নে ক্ষেত্র আছে যেখানে IT এর ব্যবহার অনিবার্য হয়ে পড়ে। সুতরাং এর ব্যবহার সন্মন্ধে স্পষ্ট   জ্ঞান থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দুঃখের বিষয় অধিকাংশ ছাত্রছাত্রীরা ই এর ব্যবহার টি সচেতনভাবে এবং সঠিকভাবে করতে পারেনা ফলো তো অনেকেই এটিকে এড়িয়ে যায় আবার কিছু কিছু শিক্ষার্থী দুই একটি ক্ষেত্রে আইটি'It' কে ব্যবহার করে থাকে কিন্তু সচেতনভাবে নয় বলা যায় না জেনেই এই অধ্যায়ের অঙ্গীকার হল ছাত্রছাত্রীদের কাছে এটি একটি সুস্পষ্ট এবং সহজবোধ্য করে তোলা।

এখানে 'It' এর বিভিন্ন ব্যবহারকে মোট দুই দিক থেকে আলোচনা করা হবে যথা 

1. It as a Pronoun 

2. Introductory It 

ELABORATE DISCUSSION

পার্ট অফ স্পিচ(part of speech) অধ্যায় তোমরা প্রনাউন(pronoun) সম্বন্ধে শিখেছ তাই না ?মনে আছে প্রোনাউন কাকে বলে নাউন(noun) এর বদলে যেসব word  ব্যবহার করা হয় সেগুলো pronoun বলে 

যেমন 

Rahim is a boy 

He goes to school regularly

এখানে দ্বিতীয় বাক্যটিতে হি শব্দটি রহিম নামটি পরিবর্তন বসে একই ব্যক্তিকে নির্দেশ করছে এরূপে নিচের বাক্যটি পড়ো 

He did the work.

it was important.

এখানে It , দ্বারা his doing the work বা তার এ কাজ করা কে বোঝাচ্ছে অর্থাৎ একটি নাউন এর পরিবর্তে itএসেছে সুতরাং এখানে একটি প্রোনাউন এবার 'It'নিম্নলিখিত ব্যবহার গুলো লক্ষ্য করো 

a. শিশুকে বোঝাতে ইট 'It'ব্যবহার করা হয়।

b. লিঙ্গ জানা নেই এমন ব্যক্তিকে বোঝাতে 'It' ব্যবহৃত হয়। 

c.  অচেতন কোন পদার্থ কিংবা নিকৃষ্ট প্রাণী কে বোঝাতে 'It'ব্যবহার করা হয়।

d. আবহাওয়া বোঝাতে 'It' ব্যবহার করা হয়

 e. দূরত্ব বোঝাতে 'It' ব্যবহার করা হয়।

f.  সময় বোঝাতে 'IT'ব্যবহার করা হয়।

 প্রশ্নবোধক প্রত্যয়ে 'It'ব্যবহার করা হয়।

 যেমন:

It is raining it. 

is snowing.

 what time is it. 

 it is me. 

who is it. 

it is Friday. 

সময় বোঝাতে

What time is it?

- it is 11 o'clock 

What day is it?

- it is Friday 

What is the date?

- it is the tenth of September 


দুরুত্ব বোঝাতে

how far is it to kolkata?

- it is 100 km. 

- it is long way.

আবহাওয়া বোঝাতে ঃ

it is raining.

it is dewing ( শিশির পড়ছে). 

it is snowing. 

it is frosty.

It is sunny day.

It is a funny morning.


তাপমাত্রা বোঝাতে ঃ

it is hot today, isn't it?

it is cold in this place. 


স্রোত বোঝাতে ঃ

it is high tide (এখন জোয়ার) 

it is low tide (এখন ভাঁটা) 

এভাবে প্রতিদিন অভ্যাসে আপনি হয়ে উঠতে পারেন ইংরেজির গুরু।

Infitive  যদি কোন বাক্যের  subject হয় তাহলে ঐ infinitive কে প্রথম এ ব্যবহার না করতে চাইলে বাক্যের প্রথম এ It ব্যবহার করতে হয়।

যেমন:-

To swim is a good exercise. 

It is a good exercise to swim. 

লক্য কর it এর কোন অর্থই প্রাধান্য পায়নি।বাক্যকে শুরু করার জন্যই এখানে it ব্যবহৃত হয়েছে। এই ভাবে ব্যবহৃত হলে তাকে introductory it.

To rise up early in the morning is a good habit.

= It is a good habit to rise up early in the morning. 

To say is easy but to do is difficult 

= It is easy to say but difficult to do.




Thanks For Read








মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

sentence কাকে বলে?কত প্রকার ও কী কী?বিস্তারিত আলোচনা কর?

                   THE SENTENCE 01 . SENTENCE কাকে বলে ?  উ: যে শব্দ গুচ্ছ মনের ভাব বা ধারনা সম্পূর্ণরুপে প্রকাশ করে তা কে SENTENCE বলে । 02. SENTENCE কত প্রকার ও কি কি? উ: অর্থভেদে sentence ৫ প্রকার । 1. Assertive sentence (বিবৃতিমূলক)। 2. Interrogative sentence (প্রশ্নবোধক)। 3. Imperative sentenceর্ (অনুঙ্গা বাচক)। 4. Optative sentence (প্রার্থনামূলক)। 5. Exclamatory sentence (বিস্ময়সূচক )। Structure: What Is It 01.Assertive sentence : যে sentence দ্বারা কোন বিবৃতি প্রদান করা হয় তাকে Assertive sentence বলে । ১০০ টাকায় টিমার Assertive sentence ২ প্রকার : i  Affirmative sentence :  sub.+verb+Object +place +time +ext. She is well today ii. Negative sentence :  sub.+a/v ( auxiliary verb)+not+verb + place+ time+ others. She is not well today 02.Interrogative sentence : যে sentence দ্বারা কোন প্রশ্ন করা হয় । Question word+auxiliary verb+sub+principal verb +Ext.+? Where did he live ? Where did he go yesterday? 03.Imperative sentence : যে sentence দ্ব

Voice কাকে বলে ? Voice কত প্রকার ও কি কি ?

Voice কাকে বলে ? Voice কত প্রকার ও কি কি ? Voice এর সংজ্ঞা :   Voice  অর্থ বাচ্য , ক্রিয়া প্রকাশের ভঙ্গিমাকেই  Voice  বা বাচ্য বলে । নিচের বাক্য দুটি পড়  I eat a mango ( আমি একটি আম খাই) । A mango is eaten by me (আমার দ্বারা একটা  আম খাওয়া হয়)। প্রথম বাক্যে   subject হল I  2য় বাক্যে subject হল    A mango  প্রথম বাক্যে objects হল a mango 2য় বাক্যে objects হল me ( I এর objective case). প্রথম বাক্যে verb 'eat' হল active(সক্রিয়) এখানে করতা নিজেই কাজ করছে। ২য় বাক্যে verb 'is eaten' হল নিস্ক্রিয় (করতার উপরে চাপানো হরছে) এবার বুঝতে পারছ বাক্য দুটির গঠনগত পাথক্য?  কিন্তু এদের উভয় বাক্যের বক্তব্য একই।প্রধান ব্যাপার হলো verb ১ম বাক্যে eat মানে খাই, ২য় বাক্যে is eaten মানে 'খাওয়া হয়'-সরাসরি বলা হরছে না যেন নিস্ক্রিয় ভাবে ঝিমিয়ে ঝিমিয়ে বলা হচ্ছে। প্রথম verb টি ( eat-খাই) দেখলেই যে করতার (I)প্রভাব চোখে/কানে এসে লাগে , ২য় বাক্যের verb (is eaten-খাওয়া হয়)টি দেখলে তার করতার কথা মনে পড়ে না। verb এর দুই প্রকার রুপকে বলে voice বা বাচ্য।  Voice এর প্রকার