Adverb কাকে বলে? কত প্রকার ও কি কি?
Adverb:
ক্রিয়া কিভাবে, কখন, কোথায় সম্পন্ন হল তা বোঝাতে Adverb ব্যবহার হয়।
Introduction :
He is a very good man.
I want to go home.
He will come now.
He behaved rudely with me.
(সে আমার সাথে নির্দয় ভাবে ব্যবহার করেছিল)
লক্ষ্য করো :উপরের প্রথম বাক্যে ভেরি(very) শব্দটি good এডজেকটিভ(adjective) কে বিশেষিত করছে ।সে ভালোো, কিন্তু কেমন ভালো? খুব ভালো। এই খুব বা ভেরি(very) শব্দটি হল Adverb. তাহলে জানলাম যে এডভার্(adverb) কোন adjective কে কোয়ালিফাই (qualify) করে। দ্বিতীয় বাক্যে বলা হচ্ছে আমি বাড়ি যেতে চাই। "কোথায়" (where)? বাড়ি ।এভাবে কোথায়? প্রশ্নের উত্তর যে ওয়ার্ডটি (word)দেয় তা নিশ্চয়ই কোন স্থান বোঝায়। এটি হলো এডভার্ (adverb).তাহলে জানলাম where বা কোথায়? প্রশ্নের জবাব যে word থেকে পাওয়া যায় তা হল এডভার্(adverb)।
তৃতীয় বাক্যে বলা হচ্ছে সে এখন আসবে। কখন? (when)এখন(now) নাও দ্বারা সময় বোঝাচ্ছে।
তাহলে কখন বা হোয়েন(when)word যে জবাব থেকে পাওয়া যায় তাকে বলে এডভার্ব (adverb)
চতুর্থ বাক্যটিতে বলা হচ্ছে সে আমার সাথে নির্দয়ভাবে আচরণ করেছিল ।" কেমনভাবে"? নির্দয় ভাবে । এখানে ক্রিয়া বা verb হলো আচরণ করা। behave,rudely শব্দটি দিয়ে ক্রিয়ার কাজ কেমনভাবে সংগঠিত হলো ( নির্দয় ভাবে আচরণ করল) তা বোঝাচ্ছে।
এই rudely শব্দটি হলো adverb. কে পাওয়া যায় তা হল একটি এডভার্ব প্রথমদিকে আমরা এইটুকুই সম্বল করে সামনে এগোবো এখন আর পরবর্তী আলোচনা বুঝতে অসুবিধা হবে না তার মনে রেখো প্রশ্নগুলোর জবাব চেয়ে পর থেকে পাওয়া যায় তাকে বলে এডভার্ব (adverb)
Adverb এর প্রকারভেদ :
Adverb প্রধানত চার প্রকার ।
যথা :
১.Simple Adverb : ( সাধারণ ক্রিয়া বিশেষন )
২. Interrogative Adverb (প্রশ্নবোধক ক্রিয়া বিশেষন )
৩. Relative Adverb ( সংযোজক ক্রিয়া বিশেষন )
৪.Conjunctive adverb
১. Simple Adverb : ( সাধারণ ক্রিয়া বিশেষন )
Adverb of Time: এই ধরনের adverb গুলো ক্রিয়া সম্পুর্ন হওয়ার সময় বুঝায়, অর্থাৎ আগে যা জেনেছি, "when? বা " কখন? প্রশ্নটির উত্তর দেয়।যেমন ঃ
She will come late(দেরিতে). when? এর উত্তর দিচ্ছে।
I came back soon(শিগ্রই).when?এর উত্তর দিচ্ছে।
we shall go tomorrow (আগামিকাল).
she went yesterday (গতকাল)
we rise early in the morning.
we will go then.
I will ever.
he will never.
২. Interrogative Adverb (প্রশ্নবোধক ক্রিয়া বিশেষন )
এই adverb গুলো প্রশ্ন (question) করার জন্য ব্যবহার হয়। এগুলো আবার স্তান (place),সময় (Time), পরিমান(quantity) ইত্যাদি বুঝাতে পারে। যেমন ঃ
When did he go?(Time বোঝাচ্ছে)।
Where did he go?(place বোঝাচ্ছে)।
How did he go?(উপায় বোঝাচ্ছে)।
How are you now?(অবস্তা বোঝাচ্ছে)।
How much did he buy?(পরিমান বোঝাচ্ছে)।
৩. Relative Adverb ( সংযোজক ক্রিয়া বিশেষন )
Interrogative Adverb গুলো মনে আছে ত?
when, where, why, how এগুলো যখন প্রশ্ন জিজ্ঞাসার জন্য ব্যবহৃত না হয়ে দুটি sentence কে সংযুক্ত (related) করার জন্য ব্যবহার হয় তখন এদেরকে relative adverb বলে। এক্ষেত্রে এগুলো adverb ও conjunction এই দুটি part of speech এর কাজ করে। নিচের বাক্য দুইটি পড়ো
I know the place.(আমি জায়গাটি চিনি)
Hi lives there.(সে সেখানে বাস করে)।
বাক্য দুটিকে সংযুক্ত করে লিখতে পারি
I know the place where he lives.
(আমি জায়গাটি তিনি যেখানে সে বাস করে)
এই যেখানে= Where. এটি হলো এখানে relative adverb কারণ এই দুইটি বাক্য কে যুক্ত করেছে।
আরেকটি জিনিস লক্ষ্য করো ঃ
এখানে where- কোন প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য ব্যবহৃত হয়নি।
কিন্তু বাক্যটিকে আরও চমৎকার ভাবে ছোট করা যায়। ওই যে where এর আগে যে the place ' noun টি দেখছো না? ওটাকেই where-word টি নির্দেশ করছে। the place where সেই জায়গাটি যেখানে.... এই noun টিকে বলে antecedent.
৪. Gentive Adverb
possessive noun থেকে যে adverb গঠিত হয় তাকে বলে Gentive adverb.
যেমনঃ
He must needs do it.(সে অবশ্যই কাজটি করবে।= তাকে তার প্রয়োজনের জন্য কাজটি করতে হবে)।
এখানে needs =of necessity =প্রয়োজনের খাতিরে। possessive case এ যেমন পড়েছিলঃ This pen is of mine. এখানে সেরুপ of +noun বা of + necessity -র বদলে needs ব্যবহার হয়েছে। এই জন্য এদেরকে gentive adverb বলে।
মন্তব্যসমূহ