সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

যেকোন বিষয়ের উপর কিভাবে Topic লিখবেন?

 Paragraph (প্যারাগ্রাফ) এর প্রধান আইডিয়াটি (idea) যে পার্কের দ্বারা প্রকাশিত পায়  তাকে বলে topic sentence. 

এটি সাধারণত কোন paragraph এর প্রথমে topic sentence টিকে paragraph এর শেষেও লেখা যায়। এমন কি কোন paragraph এ আদৌ কোন topic sentence না-ও থাকতে পারে, সমগ্র paragraph টিতে তার ভাবটুকু প্রচ্ছন্ন রয়ে যেতে পারে। এভাবে topic sentence টিকে সরাসরি উল্লেখ নাক'রে তা paragraph এর মধ্যে প্রচ্ছন্ন রাখার কাজটা বড় দুরূহ, একমাত্র কোন ভাল লেখকের দ্বারাই তা সম্ভব। এ ব্যাপারে গভীরতর আলোচনায় প্রবেশ করার আগে কোন একটি title বা শিরোনাম দেয়া হ'লে তার সম্বন্ধে কিভাবে ভাবতে হবে, কোন্ কোন্ বিষয়গুলো লিখতে হবে

—এই পদক্ষেপ গুলো সম্বন্ধে আলোচনা করা যাক। কারণ, কি লিখব তা না জানলে কিভাবে লিখব

তা জেনে কোন ফল হবে না।

 IDEA DEVELOPMENT :

মনে কর তোমাকে একটি বিষয় দেয়া হল How to Arrange a Picnic (কিভাবে একটি বনভোজনের আয়োজন করতে হয়)।এ নিয়ে তুমি “কি” লিখবে তা তোমাকে প্রথমে ভাবতে হবে। কিন্তু সমস্যাটা এখানেই প্রকট হয়ে দেখা দেয়। “কি” লিখব—এই ভাবনাই জিনিসগুলো শিক্ষার্থীদেরকে বেশি ভাবিয়ে তোলে। কত কী-ই তো লেখা যায়—এখানে কি ,লিখলে ভাল হবে—এই প্রশ্নের উত্তর তারা নিজেদের কাছে দিতে গিয়েই হিমশিম খেয়ে যায়।

এখানে কোন একটি idea-কে কোন্ কৌশল অবলম্বন করে develop বা বিকশিত ক'রে তোলা যায় তা বিশ্লেষন করা হবে।

যে কোন একটি “বিষয়” হাতে পেয়ে প্রথমে তোমাকে বিষয়টিকে একটি খসড়া কাগজে লিখতে হবে । এবার নিচের প্রশ্নগুলো ঐ কাগজে আলাদা আলাদাভাবে লেখ 

(who? what? when? where? how? why?,

কে? কি? কখন? কোথায়? কিভাবে? কেন?)

এই প্রশ্নগুলো হল তোমার idea development এর প্রাথমিক কৌশল । যে কোন বিষয় সম্বন্ধে পর্যাপ্ত তথ্য বের করতে হলে এই প্রশ্নগুলোর উত্তর জানাই যথেষ্ট। প্রশ্নগুলোকে মুখস্থ ক'রে নাও । নিচের সংকেতের মাধ্যমে এদেরকে মুখস্থ করে রাখা যায় :

5W's

— H

অর্থাৎ—পাঁচটি প্রশ্নের প্রথম অক্ষর হল W এবং একটির প্রথম অক্ষর হল H.

এবার তোমার title বা শিরোনামটির সাথে সঙ্গতি রেখে একটি করে প্রশ্ন তাতে আরোপ কর

ফেলে। এখানে আমাদের title ছিল How to Arrange a Picnic. এর উপর উক্ত ছয়টি প্রশ্ন

এবং যে সব উত্তর তুমি দিতে পার তা সংক্ষেপে খসড়া কাগজটিতে title এর মাধ্যমে লিখে

আরোপ ক'রে যে সব উত্তর পাওয়া যায় তা নিচের মত ক'রে লেখা যায় ঃ

a committee, its members, who will do what.

a managerial function, a systematic (পদ্ধতিগত) series of

Who?

What?

action

to decide the time, when to start, how long to enjoy

deciding the spot (স্থান), from where to start

When?

Where? →

How?

Why?

how to reach (পৌঁছান) the spot, how to gather necessary

things.

-X 

English Language

তাহলে উপরের তথ্যগুলো পাওয়া গেল। এই তথ্যগুলোকে যথাযথভাবে ভাষায় প্রকাশ করতে

পারলেই তা একটি paragraph এ পরিণত হবে। (idea development এর আরও চমৎকার।

দু'টি পদ্ধতি আছে যেগুলো সম্বন্ধে আলোচনা করতে গেলে এই বইয়ের আয়তন অপরিমিতভাবে

বেড়ে যাবে । সুতরাং অন্য কোন গ্রন্থে তা বর্ণনা করার ইচ্ছা রইল।) এবার দেখা যাক কোন

কৌশলে এই তথ্যগুলোকে যথাযথভাবে সাজিয়ে একটি চমৎকার paragraph লেখা যায়।

V. TECHNIQUES OF EFFECTIVE WRITING:

কোন সংগৃহীত তথ্যকে কিভাবে লেখার কৌশলের মাধ্যমে একটি চমৎকার paragraph.

এ পরিণত করে ফেলা যায় তা অবশ্যই জানা দরকার। নিচের আলোচনায় এ ব্যাপারে প্রযোজ্য

কৌশলগুলো সম্বন্ধে আলোকপাত করা হলো।

A. A GOOD BEGINNING : Paragraph এর প্রথম sentenceটি-কে অবশ্যই

হতে হবে প্রাসঙ্গিক ও আকর্ষণীয়। নিচের উপায়গুলোর যে কোন একটি অবলম্বন ক'রে এই

beginning sentence-কে আকর্ষণীয় করে তোলা যায় ঃ

1. Topic sentence ব্যবহার ক'রে গোটা paragraph এর মূল কথাটাই প্রথম বাক্যে

বলা যেতে পারে।

(i) বিষয়বস্তু যদি হয় কতকগুলো ঘটনার তালিকা, তাহলে নিম্নরূপে প্রথম বাক্যটি শুরু করা

There are five steps (ধাপ) in arranging a picnic.

যায় :

or, In order to arrange a picnic one has to do five things.

তারপর ধাপগুলোর বর্ণনা দিতে হবে।

(ii) বিষয়বস্তু যদি এমন হয় যে তা কয়েকটি ঘটনার সমষ্টি কিন্তু কয়টি ঘটনা তা স্পষ্ট ক'রে

বলা যাচ্ছেনা তাহলে, নিচের কায়দায় প্রথম বাক্যটি এবং পরবর্তী বাক্যের কিছু অংশ লেখা যায় ঃ

There are a number of (f) causes of the population problem. Of

them the following five causes.

Beginning sentence এর পরে আসে developers. এই অংশের বাক্যগুলোই

paragraph টির মূল idea কে বিকশিত করে তোলে।

B. DEVELOPERS : Developers সম্বন্ধে নিচের কথাগুলো সব সময় মনে রাখবে :

(i) Paragraph এর topic sentence বা মূল idea—দ্বারাই নির্ধারিত হবে developer

হিসেবে বাক্য গঠন করার জন্য কোন্ কথাগুলো তাতে অন্তর্ভূক্ত করতে হবে তা।

(ii) একটি developer এর সাথে অপর developer এর একটি চমৎকার যুক্তিসঙ্গত এবং

বোধগম্য সামঞ্জস্য থাকবে।

sentence fo terminator.

C. THE TERMINATOR: Paragraph

এটিকে বিভিন্নভাবে গঠন করা যায়।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

sentence কাকে বলে?কত প্রকার ও কী কী?বিস্তারিত আলোচনা কর?

                   THE SENTENCE 01 . SENTENCE কাকে বলে ?  উ: যে শব্দ গুচ্ছ মনের ভাব বা ধারনা সম্পূর্ণরুপে প্রকাশ করে তা কে SENTENCE বলে । 02. SENTENCE কত প্রকার ও কি কি? উ: অর্থভেদে sentence ৫ প্রকার । 1. Assertive sentence (বিবৃতিমূলক)। 2. Interrogative sentence (প্রশ্নবোধক)। 3. Imperative sentenceর্ (অনুঙ্গা বাচক)। 4. Optative sentence (প্রার্থনামূলক)। 5. Exclamatory sentence (বিস্ময়সূচক )। Structure: What Is It 01.Assertive sentence : যে sentence দ্বারা কোন বিবৃতি প্রদান করা হয় তাকে Assertive sentence বলে । ১০০ টাকায় টিমার Assertive sentence ২ প্রকার : i  Affirmative sentence :  sub.+verb+Object +place +time +ext. She is well today ii. Negative sentence :  sub.+a/v ( auxiliary verb)+not+verb + place+ time+ others. She is not well today 02.Interrogative sentence : যে sentence দ্বারা কোন প্রশ্ন করা হয় । Question word+auxiliary verb+sub+principal verb +Ext.+? Where did he live ? ...

Voice কাকে বলে ? Voice কত প্রকার ও কি কি ?

Voice কাকে বলে ? Voice কত প্রকার ও কি কি ? Voice এর সংজ্ঞা :   Voice  অর্থ বাচ্য , ক্রিয়া প্রকাশের ভঙ্গিমাকেই  Voice  বা বাচ্য বলে । নিচের বাক্য দুটি পড়  I eat a mango ( আমি একটি আম খাই) । A mango is eaten by me (আমার দ্বারা একটা  আম খাওয়া হয়)। প্রথম বাক্যে   subject হল I  2য় বাক্যে subject হল    A mango  প্রথম বাক্যে objects হল a mango 2য় বাক্যে objects হল me ( I এর objective case). প্রথম বাক্যে verb 'eat' হল active(সক্রিয়) এখানে করতা নিজেই কাজ করছে। ২য় বাক্যে verb 'is eaten' হল নিস্ক্রিয় (করতার উপরে চাপানো হরছে) এবার বুঝতে পারছ বাক্য দুটির গঠনগত পাথক্য?  কিন্তু এদের উভয় বাক্যের বক্তব্য একই।প্রধান ব্যাপার হলো verb ১ম বাক্যে eat মানে খাই, ২য় বাক্যে is eaten মানে 'খাওয়া হয়'-সরাসরি বলা হরছে না যেন নিস্ক্রিয় ভাবে ঝিমিয়ে ঝিমিয়ে বলা হচ্ছে। প্রথম verb টি ( eat-খাই) দেখলেই যে করতার (I)প্রভাব চোখে/কানে এসে লাগে , ২য় বাক্যের verb (is eaten-খাওয়া হয়)টি দেখলে তার করতার কথা মনে পড়ে না। verb এর দুই প্রকার রুপকে...

Gerund কাকে বলে?

Gerund কাকে বলে? কিভাবে চেনা যায়? এবং এর ব্যবহার।  বাক্যে যে Verb এর শেষে ing যুক্ত হয়ে যে Verb একই সাথে Verb ও Noun-এর কাজ করে থাকে তাকেই gerund বলে । অন্যভাবে বলা যায়, ing যুক্ত যে Verb Noun এর কাজ করে তাকে Gerund বলে।  যেমন :  walking, swimming, running, reading...etc 1. Walking is a good exercise. 2. Swimming is a good exercise. এখানে Walking এবং Swimming একই সাথে যেমন কাজ করা (Verb) বোঝাচ্ছে তেমনি একটা exercise এর নামও Noun বোঝাচ্ছে। সুতরাং Walking, Swimming হলো Gerund। Gerund -কে চেনার সহজ উপায়: সাধারণত বাক্যকে কী, কাকে দ্বারা প্রশ্ন করলে যদি কোনাে ing যুক্ত Verb উত্তর দেয় তাহলে সেটি Gerund হবে। উল্লেখ্য যে, Gerund সাধারণত বাক্যের Subject অথবা Object হয়। Gerund কোনাে বাক্যে Subject কিংবা Object হিসেবেও ব্যবহৃত হতে পারে। যেমন - Swimming is a good exercise. (সাঁতার একটি ভালাে ব্যায়াম।) ব্যাখ্যা:   এখানে বাক্যের Subject হিসেবে 'is' Verb এর আগে 'Swimming' বসেছে। এখানে যদি বাক্যকে প্রশ্ন করা হয়, কী একটি ভালাে ব্যায়াম?' তখন উত্তর দিবে- 'সাঁতার' অর্থাৎ, ...