![]() |
বটগাছ |
১। পা ফাটা রোগে—অনেকের পা ফাটে, শীতে আবার বেশি ফাটে,ব্যথা হয় এমনকী রক্তপাত হয়, এই অবস্থায় বটের আঠা পায়ের ধারে বা গোড়ালিতে লাগাবেন, পা ফাটা কমে যাবে।
২। দেহের মেদ কমাতে—বটের ছাল ৫ অথবা ৬ গ্রাম থেঁতো করে ১ কাপ গরম জলে ভিজিয়ে রাখবেন আগের দিন রাতে। পরের দিন সকালে ছেঁকে নিয়ে দু'ভাগ করে সকালে ও বিকালে খাবেন, দেহের মেদ কমে যাবে।
৩। হাড় মচকে গেলে—বট গাছের ছাল বেটে একটু গরম করে মচকানো জায়গায় প্রলেপ দিয়ে তার ওপরে ও নীচে একটা শক্তকিছু চাপা দিয়ে বেঁধে দিন। এইভাবে পরপর কয়েকদিন দেবেন।
৪। গা জ্বালায় — অনেক সময় পিত্তাধিক্যবশতঃ বা গ্রীষ্মকালে, বসন্তকালে,বিশেষত গ্রীষ্মকালে গা হাত-পা জ্বালা করে। এই অবস্থা হলে ৫০ থেকে১০০ গ্রাম বটের ছাল ১ লিটার জলে সেদ্ধ করে ২৫০ গ্রাম অবশিষ্ট থাকতে নামিয়ে ভালোভাবে ন্যাকড়ায় ছেঁকে নিন। সেই জলটা স্নানের জলে মিশিয়ে স্নান করবেন এবং ঐ সেদ্ধ জল ১ কাপ রেখে দেবেন। এর থেকে ২-৩ চা চামচ নিয়ে দুধের সঙ্গে মিশিয়ে খাবেন, গা জ্বালা কমে যাবে।
৫। নাক দিয়ে রক্তপাত—বটের ঝুড়ি, কুড়ি ও ছাল সব মিশিয়ে ১০ গ্রাম পরিমাণ নিয়ে ৪ কাপ জলে সেদ্ধ করুন। এককাপ থাকতে নামিয়ে ছেঁকে নিন। এবার এর সঙ্গে একটু দুধ মিশিয়ে খাবেন, নাক দিয়ে রক্তপড়া বন্ধ হবে।
মন্তব্যসমূহ