PRONOMINAL ADJECTIVE
(সর্বনামোদ্ভূত বিশেষণ)
নিচের বাক্যগুলো পড় ।
This is a book. That is a dog.
বাক্য দু'টিতে this ও that হল pronoun বলতো কোন্ pronoun?
-demonstrative pronoun. কিন্তু নিচের বাক্য দুটো পড় ।
This Book 📚 Is Mine
(Noun)
That Dog 🐕 Is Mad
(Noun)
এখানে This/ that + Noun এরূপ ব্যবহৃত হয়েছে। আগের বাক্য দু'টিতে this/that
এর পর কোন noun বসেনি। কিন্তু এই বাক্য দু'টোতে this/that কোন noun-কে
বিশেষভাবে চিহ্নিত করে দিচ্ছে। এগুলো এখানে adjective.
অতএব, কোন pronoun যখন noun এর আগে বসে adjective এর কাজ করে তখন তাকে pronominal adjective বলে । pronoun থেকে এসেছে বলে এসব adjective এর এরূপ নাম ।
মনে রাখবে pronoun গুলো একাকী ব্যবহৃত হয়। কিন্তু এগুলো যখন adjective এর কাজ সম্পন্ন করে তখন এরা noun এর আগে বসে।
মন্তব্যসমূহ