WHAT IS CASE
Definition : Case is the relation of nouns or pronouns with some other words in a sentence. অর্থাৎ case হল sentence এর মধ্যে noun, pronoun বা noun স্তানিয় কোন শব্দগুচ্ছের সাথে ওই sentence এর অন্যান্য word এর সাথে যে সম্পর্ক তাই হলো case
Example : ব্যাপারটি সহজে বোঝা যাক। মনে কর একটি বাক্য he eats his own mango.( সে তার তার নিজের আম খায়।) প্রথমে আমরা দেখি এখানে noun এবং pronoun কোন কোনটি। কারণ case হল
উপরের বাক্যে noun হল mango, আর pronoun হল he, his অন্য একটা word eats হল verb তাহলে He এর সাথে সম্পর্ক আছে eats এর, his এর সাথে সম্পর্ক আছে mango এর।
His...এর সাথে সম্পর্ক আছে mango এর
কারণ , সে খায়। কে খায়? উত্তর হল 'সে '(he)অর্থাৎ সে এর প্রধান সম্পর্ক খায়( eats) এর সাথে। আবার তার আম। কার আম?উত্তর হল তার। অন্য কারো নয়। তাহলে তার (his)এর সাথে প্রথম ও প্রধান সম্পর্ক হল আম(mango) এর। আবার সে কি খায়? উত্তর হল 'আম' তাহলে দেখা যাচ্ছে ইটস(eats) এর সাথে mango এর সম্পর্ক আছে ম্যাংগো (mango)না থাকলে ইটিং করা যেত?
Types Of Cases
সাধারণত case কে আমরা মোটামুটি তিন ভাগে ভাগ করতে পারি।
1. Nominative Case
a. Nominative of address or vocative case.
b. Nominative absolute.
c. Complementry nominative.
2.Objective Case
3. Possessive Case
a. Double possessive
b. Treble possessive
c. Elliptical possessive
1. Nominative Case
নাউন (noun) বা প্রনাউন(pronoun) যখন বাক্যের কর্তা বা ক্রিয়া সম্পন্ন কারী হিসেবে কাজ করে তখন নমিনেটেড কেস হয়। যেমন ঃ
He lives here
এখানে he হল subject. এজন্য এর case হল nominative case বলে। his,him এসব ব্যবহার হয়নি, he ব্যবহার হয়েছে। এভাবে Rahim eats rice, এখানে Rahim এর case হল nominative Case ( noun এর রুপ কেবল possesive case এ পপরিবর্তন হয়।অন্যন্যা noun এর রুপ একই থাকে। এজন্যই আমাদের প্রধান লক্ষ হল যার রুপ বিভিন্ন case এ বিভিন্ন হয়।
he, she, you, they, its ইত্যাদি pronoun এর case, কারণ এই pronoun গুলো ঠিক এই রুপেই sentence এ subject রুপে ব্যবহৃত হয়।
2. Objective Case
Noun বা প্রনাউন(pronoun) যখন সেন্টেন্সে (sentence) verb-এর অবজেক্টিভ(objective) রূপে ব্যবহৃত হয় তখন তাদের অবজেক্টিভস কেস (objective case)হয়। যেমন যখন সে অবজেক্ট রূপে ব্যবহৃত হয় তখন তার রূপের him অবজেক্টিভস case.
3. Possessive Case
যখন নাউন (noun)বা প্রোনাউন (pronoun)এর সাথে অন্য নাউন (noun)এর সম্পর্ক বুঝায় তখন পূর্ববর্তী noun বা pronoun-এর পসেসিভ কেস হয়। এই সম্পর্ক হল মালিকানার সম্পর্ক। Rahim's house যেমন হাউস মানে রহিমের বাড়ি এখানে সম্পর্ক হল এখানে রহিম নামটির সাথে হাউস নামটি সম্পর্ক বুঝাচ্ছে রহিম হলো হাউস মালিক তাই এই সম্পর্ক মালিকানা সম্পর্ক রহিম ব্যবহৃত হয়েছে এভাবে প্রোনাউন এর একটি উদাহরণ হল এখানে ব্যবহৃত হয়েছে কারণ কি হলো মালিক এবং এই মালিকানার সম্পর্ক প্রকাশ করতে হলে কি করতে হয় নিচের দেখানো হলো এগুলো
Noun Objective Poss
I Me. Mine/my
We. Us. Our, ours
He him your,yours
They. Them their, theirs
She. Her. Hers
It it. It's
Who. Whom. Whose
Thanks for read..
মন্তব্যসমূহ