সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

Clause কাকে বলে?


Clause কাকে বলে? কত প্রকার ও কি কি?

Clause হচ্ছে কয়েকটি শব্দের সমষ্টি যাতে একটি subject এবং একটি verb অবশ্যই থাকে। Clause ছাড়া কোন বাক্য তৈরী করা যায়না। প্রতিটি বাক্যেই এক বা একাধিক clause থাকে।
clause is an association of some words that contain both a subject and a predicate. A sentence must contain a clause at least.  
Example:
  • He bought a new motorcycle. (One sentence, one clause)
  • He bought a new motorcycle, but he still has the old one. (One sentence, two clauses).
There are two types of the clause. These are:
  • Independent or Main Clause
  • Dependent or Subordinate Clause

Independent or Main Clause:

একটি independent বা main clause একটি পূর্ণ অর্থসহ একটি সম্পূর্ণ বাক্য তৈরী করতে পারে। এটির একটি subject এবং একটি verb অবশ্যই থাকে এবং এটি একা একটি বাক্য তৈরী করতে পারে এবং একটি বাক্যের অংশও হতে পারে। দুটি সমান independent clauses-কে যুক্ত করতে Coordinating conjunctions (and, or, but, for, nor, so, yet) এর আগে একটি কমা ব্যবহৃত হয়।
An independent or main clause can make a complete sentence with a complete thought. It contains both a subject and a predicate and it can alone make a sentence and can be a part/clause of the sentence. Coordinating conjunctions (and, or, but, for, nor, so, yet) are used to connect two equal independent clauses, using a comma before the conjunction.
Example:
  • We visited Comilla in October.
  • He ate a bowl of noodles.
  • We visited Comilla in October, and then we visited Dhaka in November.

Dependent or Subordinate Clause:

একটি dependent/subordinate clause একা কোন সম্পূর্ণ অর্থ বা বাক্য তৈরী করতে পারেনা। Dependent clause সাধারণত subordinating conjunction/relative pronoun বা অন্য কোন শব্দ দিয়ে শুরু হয় যা dependent clause টিকে একটি independent clause-এর সাথে যুক্ত করে একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে সাহায্য করে।
A dependent/subordinate clause doesn’t make any complete sense or complete sentence alone. Dependent clause begins with subordinating conjunctions, relative pronoun, or some other words that help to add an independent clause to make a complete sense.
Example:
  • I saw a poor boy, who was hungry.
  • The teacher asked many questions, but nobody could answer.
  • She went to bed after watching the show.

Types of subordinate clause

A Subordinate clause works as an adverb, an adjective or a noun in a sentence.
এটা একটি বাক্যে একটি adverb, একটি adjective বা একটি noun হিসেবে কাজ করে। সেই অনুযায়ি, subordinate clause তিন প্রকার।
There are three types of subordinate clause according to their functioning in a sentence.

Noun Clause:

The subordinate clause that acts as a noun in a sentence is called Noun Clause. It usually starts with the words such as ‘that, whatever, what, whom, who, whoever’. It works as a noun either at the place of a subject or an object.
Noun Clause বাক্যে একটি subject বা একটি object-এর স্থানে noun হিসেবে কাজ করে।
Example:
  • Whatever you read increases your knowledge. (Noun as a subject)
  • Tell me who left his watch on the field. (Direct object)
  • Whoever cleaned the house deserves a reward. (Subject)

Adjective Clause

যে subordinate clause বাক্যে একটি adjective হিসেবে কাজ করে এবং noun বা pronoun-কে modify করে তাকে Adjective Clause বলে।
The subordinate clause that acts as an adjective and modifies noun or pronoun in a sentence is called Adjective Clause. Mostly, it starts with a relative pronoun such as ‘who, whose, whom, that, which, etc.’
Example:
  • He saw a poor beggar who was hungry. (Modifies noun: beggar))
  • I love the people who respect the teacher. (Modifies noun: people)
  • I watch the movie Ainabaji which amused me a lot. (Modifies noun: movie)

Adverb Clause:

যে subordinate clause একটি বাক্যে একটি adverb হিসেবে কাজ করে এবং একটি verb,বা একটি adjective-clause বা অন্য একটি adverb clause-কে modify করে তাকে Adverb Clause বলে।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

sentence কাকে বলে?কত প্রকার ও কী কী?বিস্তারিত আলোচনা কর?

                   THE SENTENCE 01 . SENTENCE কাকে বলে ?  উ: যে শব্দ গুচ্ছ মনের ভাব বা ধারনা সম্পূর্ণরুপে প্রকাশ করে তা কে SENTENCE বলে । 02. SENTENCE কত প্রকার ও কি কি? উ: অর্থভেদে sentence ৫ প্রকার । 1. Assertive sentence (বিবৃতিমূলক)। 2. Interrogative sentence (প্রশ্নবোধক)। 3. Imperative sentenceর্ (অনুঙ্গা বাচক)। 4. Optative sentence (প্রার্থনামূলক)। 5. Exclamatory sentence (বিস্ময়সূচক )। Structure: What Is It 01.Assertive sentence : যে sentence দ্বারা কোন বিবৃতি প্রদান করা হয় তাকে Assertive sentence বলে । ১০০ টাকায় টিমার Assertive sentence ২ প্রকার : i  Affirmative sentence :  sub.+verb+Object +place +time +ext. She is well today Amazon Carrier Job Apply Now ii. Negative sentence :  sub.+a/v ( auxiliary verb)+not+verb + place+ time+ others. She is not well today 02.Interrogative sentence : যে sentence দ্বারা কোন প্রশ্ন করা হয় । Question word+auxiliary verb+sub+principal verb ...

Voice কাকে বলে ? Voice কত প্রকার ও কি কি ?

Voice কাকে বলে ? Voice কত প্রকার ও কি কি ? Voice এর সংজ্ঞা :   Voice  অর্থ বাচ্য , ক্রিয়া প্রকাশের ভঙ্গিমাকেই  Voice  বা বাচ্য বলে । নিচের বাক্য দুটি পড়  I eat a mango ( আমি একটি আম খাই) । A mango is eaten by me (আমার দ্বারা একটা  আম খাওয়া হয়)। প্রথম বাক্যে   subject হল I  2য় বাক্যে subject হল    A mango  প্রথম বাক্যে objects হল a mango 2য় বাক্যে objects হল me ( I এর objective case). প্রথম বাক্যে verb 'eat' হল active(সক্রিয়) এখানে করতা নিজেই কাজ করছে। ২য় বাক্যে verb 'is eaten' হল নিস্ক্রিয় (করতার উপরে চাপানো হরছে) এবার বুঝতে পারছ বাক্য দুটির গঠনগত পাথক্য?  কিন্তু এদের উভয় বাক্যের বক্তব্য একই।প্রধান ব্যাপার হলো verb ১ম বাক্যে eat মানে খাই, ২য় বাক্যে is eaten মানে 'খাওয়া হয়'-সরাসরি বলা হরছে না যেন নিস্ক্রিয় ভাবে ঝিমিয়ে ঝিমিয়ে বলা হচ্ছে। প্রথম verb টি ( eat-খাই) দেখলেই যে করতার (I)প্রভাব চোখে/কানে এসে লাগে , ২য় বাক্যের verb (is eaten-খাওয়া হয়)টি দেখলে তার করতার কথা মনে পড়ে না। verb এর দুই প্রকার রুপকে...

Gerund কাকে বলে?

Gerund কাকে বলে? কিভাবে চেনা যায়? এবং এর ব্যবহার।  বাক্যে যে Verb এর শেষে ing যুক্ত হয়ে যে Verb একই সাথে Verb ও Noun-এর কাজ করে থাকে তাকেই gerund বলে । অন্যভাবে বলা যায়, ing যুক্ত যে Verb Noun এর কাজ করে তাকে Gerund বলে।  যেমন :  walking, swimming, running, reading...etc 1. Walking is a good exercise. 2. Swimming is a good exercise. এখানে Walking এবং Swimming একই সাথে যেমন কাজ করা (Verb) বোঝাচ্ছে তেমনি একটা exercise এর নামও Noun বোঝাচ্ছে। সুতরাং Walking, Swimming হলো Gerund। Gerund -কে চেনার সহজ উপায়: সাধারণত বাক্যকে কী, কাকে দ্বারা প্রশ্ন করলে যদি কোনাে ing যুক্ত Verb উত্তর দেয় তাহলে সেটি Gerund হবে। উল্লেখ্য যে, Gerund সাধারণত বাক্যের Subject অথবা Object হয়। Gerund কোনাে বাক্যে Subject কিংবা Object হিসেবেও ব্যবহৃত হতে পারে। যেমন - Swimming is a good exercise. (সাঁতার একটি ভালাে ব্যায়াম।) ব্যাখ্যা:   এখানে বাক্যের Subject হিসেবে 'is' Verb এর আগে 'Swimming' বসেছে। এখানে যদি বাক্যকে প্রশ্ন করা হয়, কী একটি ভালাে ব্যায়াম?' তখন উত্তর দিবে- 'সাঁতার' অর্থাৎ, ...