সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

Voice Change করার নিয়ম

Voice Change করার নিয়ম । কিভাবে Active Voice কে Passive Voice এ পরিবর্তন করা হয় ।

Active Voice কে Passive Voice এ পরিবর্তন করার General Rule : Active Voice কে Passive Voice এ পরিবর্তন করতে হলে Active Voice এর Object Passive Voice এ Subject হয়ে বসে এবং Active Voice এর Subject টি Passive Voice এ Object হয়ে বসে এবং তার পূর্বে by বসে । Active Voice এর মূল Verb এর Passive Voice এ Past Participle রূপ হয় এবং Tense ও Passive Voice এর Subject অনুযায়ী Be Verb বসে ।
Tense অনুযায়ী Active Voice কে Passive Voice এ পরিবর্তন করার নিয়মাবলী :
Present Indefinite Tense
গঠন : Present Indefinite Tense এ Active voice কে Passive Voice এ পরিবর্তন করতে হলে Active Voice এর Object টি Passive Voice এ Subject হয়ে বসবে এবং Active Voice এর Subject টি Passive Voice এ Object হয়ে বসবে এবং তার পূর্বে by বসবে। Passive Voice এর Subject এর Person ও Number অনুযায়ী তার পরে Be Verb,
am / is / are এর যেকোন একটি বসবে। এবং Active Voice এর মূল Verb টি Passive Voice এ Past Participle রূপে বসবে।
গঠন প্রণালী : Active Voice এর Object + am / is/ are + মূল Verb এর Past Participle রূপ + by + Active Voice এর Subject.
যেমন :-
Active : I eat rice.
Passive : Rice is eaten by me.
Active : They play football.
Passive : Football is played by them.
Active : I see the man.
Passive : The man is seen by me.
Active : Mother cooks rice.
Passive : Rice is cooked by mother.
Active : We eat mango.
Passive : Mango is eaten by us.
Active : She reads Arabic.
Passive : Arabic is read by her.
Active : Mr Khan teaches English.
Passive : English is taught by Mr Khan.
Active : Lima makes tea.
Passive : Tea is made by Lima.
Active : Rony Reads a book.
Passive : A book is read by Rony.
Active : Rina makes basket.
Passive : Basket is made by Rina.
Past Indefinite Tense
গঠন : Past Indefinite Tense এ Active voice কে Passive Voice এ পরিবর্তন করতে হলে Active Voice এর Object টি Passive Voice এ Subject হয়ে বসবে এবং Active Voice এর Subject টি Passive Voice এ Object হয়ে বসবে এবং তার পূর্বে by বসবে। Passive Voice এর Subject এর Person ও Number অনুযায়ী তার পরে Be Verb, was / were এর যেকোন একটি বসবে। এবং Active Voice এর মূল Verb টি Passive Voice এ Past Participle রূপে বসবে।
গঠন প্রণালী : Active Voice এর Object + was / were + মূল Verb এর Past Participle রূপ + by + Active Voice এর Subject.
যেমন :-
Active : I ate rice.
Passive : Rice was eaten by me.
Active : Rina wrote a letter.
Passive : A letter was written by Rina.
Active : She sang a song.
Passive : A song was sung by her.
Active : We did the work.
Passive : The work was done by us.
Active : Mother cooked food.
Passive : Food was cooked by mother.
Active : They played Cricket.
Passive : Cricket was played by them.
Active : The man sold the land.
Passive : The land was sold by the man.
Active : I knew them.
Passive : They were known by me.
Active : Police arrested the Criminals.
Passive : The Criminals were arrested by Police.
Active : Mr Khan taught the students.
Passive : The Students were taught by Mr Khan.
Future Indefinite Tense
গঠন : Future Indefinite Tense এ Active voice কে Passive Voice এ পরিবর্তন করতে হলে Active Voice এর Object টি Passive Voice এ Subject হয়ে বসবে এবং Active Voice এর Subject টি Passive Voice এ Object হয়ে বসবে এবং তার পূর্বে by বসবে। Passive Voice এর Subject এর Person ও Number অনুযায়ী তার পরে Be Verb, shall be / will be এর যেকোন একটি বসবে। এবং Active Voice এর মূল Verb টি Passive Voice এ Past Participle রূপে বসবে।
গঠন প্রণালী : Active Voice এর Object + shall be / will be + মূল Verb এর Past Participle রূপ + by + Active Voice এর Subject.
যেমন :-
Active : I shall write a letter.
Passive : A letter will be written by me.
Active : Swapan will support me.
Passive : I shall be supported by Swapan.
Active : Tania will make tea.
Passive : Tea will be made by Tania.
Active : Rana will write a story.
Passive : A story will be written by Rana.
Active : Father will buy a cow.
Passive : A cow will be bought by father.
Active : She will learn the lesson.
Passive : The lesson will be learnt by her.
Active : Ema will sing a song.
Passive : A song will be sung by Ema.
Active : we shall play football.
Passive : Football will be played by us.
Active : mother will cook rice.
Passive : Rice will be cooked by Mother.
Active : Ali will catch fish.
Passive : Fish will be caught by Ali.
Present Continuous Tense
গঠন : Present Continuous Tense এ Active voice কে Passive Voice এ পরিবর্তন করতে হলে Active Voice এর Object টি Passive Voice এ Subject হয়ে বসবে এবং Active Voice এর Subject টি Passive Voice এ Object হয়ে বসবে এবং তার পূর্বে by বসবে। Passive Voice এর Subject এর Person ও Number অনুযায়ী তার পরে Be Verb, am being / is being / are being এর যেকোন একটি বসবে। এবং Active Voice এর মূল Verb টি Passive Voice এ Past Participle রূপে বসবে।
গঠন প্রণালী : Active Voice এর Object + am being / is being / are being + মূল Verb এর Past Participle রূপ + by + Active Voice এর Subject.
যেমন :-
Active : We are eating mango.
Passive : Mango is being eaten by us.
Active : Mother is cooking rice.
Passive : Rice is being cooked by Mother.
Active : Ali is catching fish.
Passive : Fish is being caught by Ali.
Active : He is reading a book.
Passive : A book is being read by him.
Active : The teacher is teaching the Students.
Passive : The Students are being taught by the teacher.
Active : She is writing a letter.
Passive : A letter is being written by her.
Active : They are playing Cricket.
Passive : Cricket is being played by them.
Active : I am eating rice.
Passive : Rice is being eaten by me.
Active : They are reading English.
Passive : English is being read by them.
Active : They are doing the work.
Passive : The work is being done by them.
Past Continuous Tense
গঠন : Past Continuous Tense এ Active voice কে Passive Voice এ পরিবর্তন করতে হলে Active Voice এর Object টি Passive Voice এ Subject হয়ে বসবে এবং Active Voice এর Subject টি Passive Voice এ Object হয়ে বসবে এবং তার পূর্বে by বসবে। Passive Voice এর Subject এর Person ও Number অনুযায়ী তার পরে Be Verb, was being / were being এর যেকোন একটি বসবে। এবং Active Voice এর মূল Verb টি Passive Voice এ Past Participle রূপে বসবে।
গঠন প্রণালী : Active Voice এর Object + was being / were being + মূল Verb এর Past Participle রূপ + by + Active Voice এর Subject.
যেমন :-
Active : We were eating mango.
Passive : Mango was being eaten by us.
Active : Mother was cooking rice.
Passive : Rice was being cooked by Mother.
Active : Ali was catching fish.
Passive : Fish was being caught by Ali.
Active : He was reading a book.
Passive : A book was being read by him.
Active : The teacher was teaching the Students.
Passive : The Students were being taught by the teacher.

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

sentence কাকে বলে?কত প্রকার ও কী কী?বিস্তারিত আলোচনা কর?

                   THE SENTENCE 01 . SENTENCE কাকে বলে ?  উ: যে শব্দ গুচ্ছ মনের ভাব বা ধারনা সম্পূর্ণরুপে প্রকাশ করে তা কে SENTENCE বলে । 02. SENTENCE কত প্রকার ও কি কি? উ: অর্থভেদে sentence ৫ প্রকার । 1. Assertive sentence (বিবৃতিমূলক)। 2. Interrogative sentence (প্রশ্নবোধক)। 3. Imperative sentenceর্ (অনুঙ্গা বাচক)। 4. Optative sentence (প্রার্থনামূলক)। 5. Exclamatory sentence (বিস্ময়সূচক )। Structure: What Is It 01.Assertive sentence : যে sentence দ্বারা কোন বিবৃতি প্রদান করা হয় তাকে Assertive sentence বলে । ১০০ টাকায় টিমার Assertive sentence ২ প্রকার : i  Affirmative sentence :  sub.+verb+Object +place +time +ext. She is well today ii. Negative sentence :  sub.+a/v ( auxiliary verb)+not+verb + place+ time+ others. She is not well today 02.Interrogative sentence : যে sentence দ্বারা কোন প্রশ্ন করা হয় । Question word+auxiliary verb+sub+principal verb +Ext.+? Where did he live ? Where did he go yesterday? 03.Imperative sentence : যে sentence দ্ব

Voice কাকে বলে ? Voice কত প্রকার ও কি কি ?

Voice কাকে বলে ? Voice কত প্রকার ও কি কি ? Voice এর সংজ্ঞা :   Voice  অর্থ বাচ্য , ক্রিয়া প্রকাশের ভঙ্গিমাকেই  Voice  বা বাচ্য বলে । নিচের বাক্য দুটি পড়  I eat a mango ( আমি একটি আম খাই) । A mango is eaten by me (আমার দ্বারা একটা  আম খাওয়া হয়)। প্রথম বাক্যে   subject হল I  2য় বাক্যে subject হল    A mango  প্রথম বাক্যে objects হল a mango 2য় বাক্যে objects হল me ( I এর objective case). প্রথম বাক্যে verb 'eat' হল active(সক্রিয়) এখানে করতা নিজেই কাজ করছে। ২য় বাক্যে verb 'is eaten' হল নিস্ক্রিয় (করতার উপরে চাপানো হরছে) এবার বুঝতে পারছ বাক্য দুটির গঠনগত পাথক্য?  কিন্তু এদের উভয় বাক্যের বক্তব্য একই।প্রধান ব্যাপার হলো verb ১ম বাক্যে eat মানে খাই, ২য় বাক্যে is eaten মানে 'খাওয়া হয়'-সরাসরি বলা হরছে না যেন নিস্ক্রিয় ভাবে ঝিমিয়ে ঝিমিয়ে বলা হচ্ছে। প্রথম verb টি ( eat-খাই) দেখলেই যে করতার (I)প্রভাব চোখে/কানে এসে লাগে , ২য় বাক্যের verb (is eaten-খাওয়া হয়)টি দেখলে তার করতার কথা মনে পড়ে না। verb এর দুই প্রকার রুপকে বলে voice বা বাচ্য।  Voice এর প্রকার

It এর ব্যবহার |Use of 'It'

  Introduction: " IT " It এর বিভিন্ন মুখি ব্যবহার আছে।এমন এমন কিছু খেত্নে ক্ষেত্র আছে যেখানে IT এর ব্যবহার অনিবার্য হয়ে পড়ে। সুতরাং এর ব্যবহার সন্মন্ধে স্পষ্ট   জ্ঞান থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দুঃখের বিষয় অধিকাংশ ছাত্রছাত্রীরা ই এর ব্যবহার টি সচেতনভাবে এবং সঠিকভাবে করতে পারেনা ফলো তো অনেকেই এটিকে এড়িয়ে যায় আবার কিছু কিছু শিক্ষার্থী দুই একটি ক্ষেত্রে আইটি'It' কে ব্যবহার করে থাকে কিন্তু সচেতনভাবে নয় বলা যায় না জেনেই এই অধ্যায়ের অঙ্গীকার হল ছাত্রছাত্রীদের কাছে এটি একটি সুস্পষ্ট এবং সহজবোধ্য করে তোলা। এখানে 'It' এর বিভিন্ন ব্যবহারকে মোট দুই দিক থেকে আলোচনা করা হবে যথা  1. It as a Pronoun  2. Introductory It  ELABORATE DISCUSSION পার্ট অফ স্পিচ(part of speech) অধ্যায় তোমরা প্রনাউন(pronoun) সম্বন্ধে শিখেছ তাই না ?মনে আছে প্রোনাউন কাকে বলে নাউন(noun) এর বদলে যেসব word  ব্যবহার করা হয় সেগুলো pronoun বলে  যেমন  Rahim is a boy  He goes to school regularly এখানে দ্বিতীয় বাক্যটিতে হি শব্দটি রহিম নামটি পরিবর্তন বসে একই ব্যক্তিকে নির্দেশ করছে এরূ